Amaal Mallik

অরমানের সঙ্গে সম্পর্ক ঠিক আছে, পরিবারের বাকিদের অযথা অসম্মান করবেন না, লিখলেন অমাল

নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন, পরিবারের কারণে তিনি অবসাদগ্রস্ত। গায়ক আবার জানাচ্ছেন, তাঁর মা-বাবা-ভাইকে যেন অসম্মান না করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১১:৩৫
Share:
এক মঞ্চে দাদা অমাল এবং ভাই অরমান মলিক।

এক মঞ্চে দাদা অমাল এবং ভাই অরমান মলিক। ছবি: ইনস্টাগ্রাম।

দুই ভাইয়ের একজন কৃতী অন্য জন তুলনায় কম— এমনটা হামেশাই ঘটে। মা-বাবা প্রায়ই কৃতী সন্তানকে বাহবা দেন। তার উদাহরণ দেন অন্য সন্তানের সামনে। এতে দ্বিতীয় জন মানসিক ভাবে পিছিয়ে পড়তে থাকে, তা নিয়ে মাথাব্যথা কার? এই ঘটনাই ঘটেছে গায়ক অমাল মলিকের সঙ্গে। তাঁর ঝুলিতে ১২৬টি গান থাকা সত্ত্বেও ভাই অরমান মলিক তাঁর চেয়ে জনপ্রিয়। এই নিয়ে তাঁর মা-বাবা বার বার কটাক্ষ করেছেন, যার জেরে অবসাদ ঘিরে ধরেছে তাঁকে। এ কথা অবসাদগ্রস্ত গায়ক বৃহস্পতিবার সমাজমাধ্যমে জানান। শুক্রবার তিনি ফের সোচ্চার সমাজমাধ্যমে। এ বার তাঁর দাবি, ভাই অরমানের সঙ্গে তাঁর সম্পর্কের কোনও অবনতি হয়নি। একই সঙ্গে সংবাদমাধ্যমের কাছে তাঁর অনুরোধ, “দয়া করে পরিবারের বাকিদের শিরোনাম বানিয়ে এমন কিছু লিখবেন না যাতে তাঁরা অপমানিত হন।”

Advertisement

বৃহস্পতিবার বিকেলে অমালের পোস্ট দেখে নড়েচড়ে বসেছিল বলিউড। ইদানীং, মনোবিদেরা প্রায়ই বার্তা দেন, কখনওই এক জনের সঙ্গে অন্য জনের তুলনা টানবেন না। এতে দ্বিতীয় জন হীনম্মন্যতায় ভোগেন, যা থেকে পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে। মানসিক দিক থেকেও বিপর্যয় আসতে পারে। তার পরেও ক’জন সচেতন সে বিষয়ে? অমালের বৃহস্পতিবারের পোস্ট সে দিকে আরও একবার আলো ফেলল। তিনি পরিবারকেই অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে গায়ক লিখেছেন, “আমার অভিভাবকদের কার্যকলাপের কারণেই আমরা দুই ভাই পরস্পরের থেকে আলাদা হয়ে গিয়েছি। গত কয়েক বছরে ওঁরা আমার ভাল থাকাকে বিপর্যস্ত করার চেষ্টা করছেন, আমার সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব, আমার ভাবনাচিন্তা, আমার আত্মবিশ্বাসকে খাটো করে দেখাতে চেষ্টা করছেন। কিন্তু আমি নিজের পথে চলছি, কারণ আমি জানি, আমি পারি এবং আমি বিশ্বাস করি আমার দৃঢ়তা রয়েছে।”

এর পরেই তাঁর পোস্টের মন্তব্য বিভাগে সমর্থন জানিয়ে বার্তা দিতে থাকেন অনুরাগীরা। সংবাদমাধ্যমে অমালের মা-বাবাকে শিরোনাম বানিয়ে একাধিক সংবাদ পরিবেশন করা হয়। শুক্রবার সকালে অমাল লেখেন, “আমাকে এত ভালবাসা আর সমর্থন জানানোর জন্য ধন্যবাদ। বুঝতেই পারিনি আমার পাশে এত মানুষকে পাব। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনারা পাশে থাকলেই এই সময় পার করে এগিয়ে যেতে পারব।” এর পরেই তিনি অরমানের সঙ্গে সুসম্পর্কের কথা লেখেন। মা-বাবাকে কাঠগড়ায় না তোলার অনুরোধ জানান।

Advertisement

অমালের দ্বিতীয় পোস্ট নতুন করে কৌতূহল বাড়িয়েছে বলিউডের অন্দরে। তা হলে কি পারিবারিক কিস্‌সা প্রকাশ্যে এসে পড়ায় তাকে আড়াল করছেন অমাল? নিন্দকেরা আবার এর মধ্যে প্রচারের গন্ধও খুঁজে পাচ্ছেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement