Angel Noor

তাঁর গানে মুগ্ধ অরিজিৎ সিংহও, ২৭ বছর বয়সেই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়লেন গায়ক এনজেল নূর

সম্প্রতি তাঁর গানের প্রশংসা করেছেন স্বয়ং অরিজিৎ সিংহও। হঠাৎ নূরের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৬:২৩
Share:

অরিজিতের প্রশংসা পাওয়া এনজেল নূর অসুস্থ। ছবি: সংগৃহীত।

অসুস্থ বাংলাদেশের সঙ্গীতশিল্পী এনজেল নূর। বর্তমানে তাঁর গান ‘যদি আবার’-এ ডুবেছে নতুন প্রজন্ম। সম্প্রতি তাঁর গানের প্রশংসা করেছেন স্বয়ং অরিজিৎ সিংহও। এরই মধ্যে হঠাৎ নূরের অসুস্থ হওয়ার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

Advertisement

দিন কয়েক আগেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল নূরের। তবে পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই তাঁর চিকিৎসা শুরু হয়। সংবাদমাধ্যমকে গায়ক নিজেই জানিয়েছেন এ কথা। নূর বলেছেন, “আমি এখন ভাল আছি। সুস্থ হয়ে উঠছি ক্রমশ। এখন কথা বলতে পারছি। কিছু দিন আগে কথা বলতেও অসুবিধা হচ্ছিল।”

পরিবারের থেকে দূরে থাকেন গায়ক। তাই মধ্যরাতে অসুস্থতার খবর পেয়ে তাঁরাও ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানান নূর নিজেই। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে এখনও পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে। মুখের বেশ কিছু অংশ এখনও পক্ষাঘাতগ্রস্ত হয়ে রয়েছে। নূর বলেছেন, “ব্যক্তিগত কিছু বিষয়ে দীর্ঘ দিন ধরে হাইপার টেনশনে ভুগছিলাম। এই কারণেই স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।”

Advertisement

এনজেল নূরের বয়স এখন ২৭। বেশ কিছু দিন ধরেই নানা গান গেয়ে সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি। কিন্তু ‘যদি আবার’ গানটি তাঁকে আলাদা করে পরিচিতি দিয়েছে। গানটি সমাজমাধ্যমে ভাইরাল। এই গান শুনে অরিজিৎও মন্তব্য করেছিলেন, ‘কী অসাধারণ একটা গান!’ তার পর থেকে ভারতের সঙ্গীতপ্রেমীদের কাছেও পরিচিত হয়ে উঠেছেন তরুণ গায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement