ছোট পরদার খিটিমিটি শাশুড়ি, আর বড় পরদার প্রিয় মা— মরাঠি ও হিন্দি ছবি-ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রিমা লাগুর চার দশকের কেরিয়ারে এই দু’ ধরনের চরিত্রই ছিল মাইলস্টোন। বৃহস্পতিবার ভোর তিনটে নাগাদ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মু্ম্বইয়ের একটি হাসপাতালে মারা গেলেন রিমা। বয়স হয়েছিল ৫৯ বছর।
আশির দশকে হিন্দি ও মরাঠি ছবিতে কাজ শুরু করেন রিমা। নব্বইয়ের দশকের দু’টি জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘শ্রীমান শ্রীমতী’ আর ‘তু তু ম্যায় ম্যায়’-তে রিমাই ছিলেন মুখ্য চরিত্রে। ‘তু তু ম্যায় ম্যায়’-তে তাঁর সহ-অভিনেতা সচিন পিলগাঁওকর জানান, রিমা তত দিনে ‘ভাল মায়ের’ চরিত্রে জনপ্রিয়। আর সেই মোডটা ভাঙতেই তিনি কমেডিতে আসেন। রিমার সহ অভিনেতা রাকেশ বেদি বললেন, ‘‘রিমা একজন বড় মাপের অভিনেত্রী ছিলেন। যে কোনও ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন। চেয়েছিলাম নাটকে রিমা আমার সঙ্গে কাজ করুক। কিন্তু সেটা আর হল না। আমার ২২ বছরের বন্ধু আমাকে ছেড়ে চলে গেল।’’
‘ম্যায়নে প্যার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে সলমনের মায়ের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন রিমা। তবে রুপোলি পরদায় তিনি প্রথম মা হন জুহি চাওলার, ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’ ছবিতে। রিমা সম্পর্কে জুহি বললেন, ‘‘ইয়েস বস’ ছবিতে রিমাজি শাহরুখের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেই স্মৃতিটা আমার খুব কাছের। এ ছাড়া ওঁকে সুরজ বরজাতিয়ার ছবিতেও আমার খুব ভাল লাগত। রিমাজি খুব নরম গোছের মানুষ ছিলেন।’’
শুধু সলমন নন, কাজল, শাহরুখ, সঞ্জয় দত্ত, অজয় দেবগণ, গোবিন্দার মায়ের চরিত্রেও তিনি বহু ছবিতে অভিনয় করেছেন। অভিনেতা মণীশ বহেল ফোনে আনন্দ প্লাসকে বললেন, ‘‘একজন ভাল অভিনেত্রীর পাশাপাশি রিমা খুব ভাল মানুষ ছিলেন। ওঁর সবচেয়ে বড় গুণ ছিল যে কোনও বিষয়ে ওঁর সঙ্গে আলোচনা করা যেত। একজন ভাল বন্ধু হারালাম।’’
বুধবার রাতে অসুস্থ হওয়ার আগেও রিমা শ্যুট করছিলেন মহেশ ভট্টের টেলিভিশন ধারাবাহিক ‘নামকরণ’-এর জন্য। ধারাবাহিকে রিমার ছেলের চরিত্রে অভিনয় করছেন ভিরাফ পটেল। আনন্দ প্লাসকে তিনি জানালেন, ‘‘রিমাজির সঙ্গে কাজের অভিজ্ঞতা এক কথায় ব্রিলিয়ান্ট। খুব ভাল সেন্স অব হিউমার ছিল ওঁর। সেটে একবার রিমাজির সঙ্গে আমার মতবিরোধ হয়েছিল। তখন বলেছিলেন, সব কিছু ভুলে চলো, নতুন ভাবে শুরু করি। এমন মানসিকতা খুব কম লোকেরই হয়।’’
তাঁর শেষ যাত্রায় আমির খান ও পত্নী কিরণ রাও, ঋষি কপূর, কাজল, রাজা মুরাদ, সচিন পিলগাঁওকর, মহেশ মঞ্জরেকর প্রমুখ উপস্থিত ছিলেন।