সেলিব্রিটি মানেই গসিপ। স্থান-কাল-পাত্র বিচার না করেই ক্যামেরার সামনে বেঁফাস মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন এই সেলেবরা। তাঁরা কী বলেছেন জানেন?
সোনম কপূর: সোনম মানেই গ্ল্যামারের ঝলকানি। বি-টাউনের স্টাইল আইকন সোনম নাকি একবার বলেছিলেন, “অভিষেক বচ্চনের কাছ থেকে আমি অভিনয় শিখেছি।” অভিষেককে পরে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবাক হয়ে যান।
অনু মালিক: একাধারে মিউজিক ডিরেক্টর এবং গায়ক অনু মালিক পেজ থ্রি-র খুবই জনপ্রিয় মুখ। কাজের ফাঁকে হাসি মজা করতে খুবই ভালবাসেন অনু। তিনি কী বলেছেন জানেন, ‘‘যখনই আমি বাইরে যাই মেয়েরা আমার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু আমি ঠিক তেমন নই জানেন। ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ আমার পছন্দ নয়।’’ এই মন্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক হয়।
রাখি সবন্ত: বিতর্কের তৈরি করতে রাখির তুলনাই নেই। বলিউডের একাংশ তাঁকে ‘ড্রামা কুইন’ হিসেবেই চেনে। নানা সময় বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন রাখি। নিজেকে নিয়ে খুবই আত্মবিশ্বাসী রাখি বলেছেন, ‘‘আমি গ্ল্যামারাস, কিন্তু দয়া করে সানি লিওনের সঙ্গে আমাকে তুলনা করবেন না, বরং জেনিফার লোপেজ বা ম্যাডোনা-র সঙ্গে আমার তুলনা চলতে পারে।’’
আমিশা পটেল: সোশ্যাল মিডিয়ায় নিজের ‘বোল্ড’ ছবি পোস্ট করে ইতিমধ্যেই খবরের শিরোনামে আমিশা। সম্প্রতি তাঁর বিস্ফোরক মন্তব্য, ‘‘যখন ক্যাটরিনা, মল্লিকা, বিপাশা ও লারারা একদিকে থাকে, ঐশ্বর্য, রানি, প্রীতি এবং আমি অন্যদিকে থাকি।’’
উদয় চোপড়া: অভিনয় দিকে বি-টাউনে তেমন ভাবে দাগ কাটতে পারেননি এই তারকা। কিন্তু, তাঁর নানা ‘সিলি কমেন্টস’ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে হয়ে দাঁড়িয়েছে। একবার উদয় নাকি বলেছিলেন, ‘‘আমার রাশি মকর (ক্যাপ্রিকর্ন), কিন্তু আমার বৃশ্চিক রাশি (স্করপিও) ভাল লাগে। ভাবছি আমার জন্মদিন ৫ জানুয়ারির বদলে ৫ নভেম্বর রাখব।’’
করিনা কপূর খান: গ্ল্যামারের পাশাপাশি নায়িকার মেজাজও নাকি হিট লিস্টে রয়েছে। ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে অভিনীত তাঁর চরিত্র প্রসঙ্গে করিনা বলেছেন, ‘‘আমি এমন কোনও নায়িকাকে জানি না যিনি গত ১০-১৫ বছরে এমন চরিত্রে অভিনয় করেছেন।’’
বরুণ ধবন: বলিউডের চকোলেট হিরো বরুণ ধবন বি-টাউনের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন। ‘দিলওয়ালে’ ছবির শুটিংয়ের সময় বরুণ নাকি বলেছিলেন, ‘‘আপনারা ইনসেপশন দেখেছেন? ছবিটার মানে বুঝতে পেরেছেন? পছন্দ করেছেন ছবিটা? যদি করে থাকেন তা হলে দিলওয়ালেও আপনাদের পছন্দ হবে।’’