বলিউড মানেই গ্ল্যামার। কিন্তু গ্ল্যামার তো শুধু পোশাকে আটকে থাকে না। গ্ল্যামার ধরে রাখতে গেলে আশেপাশে ঘিরে থাকা সমস্ত কিছুই হতে হয় গ্ল্যামারাস। তার জন্য অবশ্যই অনেকটা গাঁটের কড়ি লাগে। জানেন কি শুধু গাড়ির জন্যই এঁরা কোটি কোটি টাকা খরচ করেন নির্দ্বিধায়! একেকজনের শুধুমাত্র রোলস রয়েসের সংগ্রহ দেখলেই মাথা ঘুরে যাবে।
আমির খানের আছে একটি রোলস রয়েস ঘোস্ট। রোলস রয়েসের কমদামি মডেল এটি। তবে শুনতে কম দামি হলেও মূল্য নেহাত কম নয়। দাম প্রায় ৫ কোটি টাকা। রূপোলি রঙের ওই গাড়ির রেজিস্ট্রেশন নম্বরে ‘১’ চেয়েছিলেন তিনি। তাই আলাদা করে ৩ লক্ষ টাকাও খরচ করেন।
বিগ বি-র একটি রোলস রয়েস ফ্যান্টম আছে। এটা তাঁকে উপহার হিসাবে দিয়েছিলেন বিধুবিনোদ চোপড়া। ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ ছবিতে বিগ বি-র কাজ দারুণ ভাল লেগেছিল বিধুবিনোদের। সেই উপলক্ষেই এই উপহার। হাসি মুখে তা গ্রহণ করেন বিগ বি। এর দাম প্রায় সাড়ে ন’কোটি টাকা।
প্রিয়ঙ্কা চোপড়ার আছে একটি কাস্টমাইজড রোলস রয়েস। কারণ তিনি প্রথমে রোলস রয়েস ঘোস্ট কেনেন। গাড়িতে ফুড কন্টেনার লাগিয়ে নেন। যাতে খিদে পেলে গাড়িতে বসেই খেয়ে নিতে পারেন।
বোন অর্পিতাকে বিয়েতে ব্র্যান্ড নিউ রোলস রয়েস ফ্যান্টম উপহার দিয়েছিলেন দাদা সলমন খান। যার মূল্য সাড়ে ৯ কোটিরও বেশি।
উপহার দেওয়ার ব্যাপারে সঞ্জয় দত্তও কম যান না। স্ত্রী মান্যতাকে দুধ সাদা রোলস রয়েস ঘোস্ট উপহার দেন তিনি।
খানে খানে বেশ মিল রয়েছে এ ক্ষেত্রে। সলমনের মতো শাহরুখেরও পছন্দ রোলস রয়েস ফ্যান্টম।
সম্প্রতি হৃতিক রোশন তাঁর ৪২তম জন্মদিন পালন করেন। বলিউডের সমস্ত বিগ নেম সেলেবরাই উপস্থিত হয়েছিলেন তাঁর জন্মদিনে। গিফ্টও পেয়েছেন অনেক। তবে সবচেয়ে সেরা উপহার রোলস রয়েস ঘোস্ট। নিজেই নিজেকে এই উপহার দেন হৃতিক।
অক্ষয় কুমারও পিছিয়ে নেই। রোলস রয়েস ফ্যান্টম আছে তাঁরও।
বাহুবলী স্টার প্রভাসও ফিল্ম সুপারহিট হওয়ার পর আনন্দে একটি রোলস রয়েস ঘোস্ট কিনে ফেলেন। গাড়ি কেনা উপলক্ষে আবার একটি পার্টিও দেন।