Alia Bhatt

ট্রোলে অতিষ্ঠ করিনা-আলিয়া, বেড়েই চলেছে সুশান্তের ফলোয়ার!

সুশান্তের মৃত্যুর পরে সলমন খানও ট্রোলড হয়েছেন। কিন্তু তিনি অ্যাকসেস লিমিটেড করেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০২০ ০০:৩০
Share:

আলিয়া-করিনা

গত দশ দিন ধরে ক্রমাগত ট্রোলড হচ্ছেন কর্ণ জোহর, করিনা কপূর খান, আলিয়া ভট্ট, সোনাক্ষী সিংহ, সোনম কপূরেরা। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে স্বজনপোষণের যে অভিযোগ উঠেছে, তাতে স্টার কিডরা নিশানা হচ্ছেন। আর কর্ণকে তো সেই কবে থেকে দাগিয়ে দেওয়া হয়েছে ‘নেপোটিজ়মের ফ্ল্যাগ বেয়ারার’ বলে। এই পরিস্থিতিতে সোনাক্ষীর মতো অনেকে টুইটার ছেড়েছেন। ট্রোলদের হাত থেকে রেহাই মিলছে না ইনস্টাগ্রামেও। সেখানে তারকাদের কমেন্ট বক্স, মেসেজ বক্স ভরে যাচ্ছে নেতিবাচক মন্তব্যে। অনেক ক্ষেত্রেই তা গালিগালাজের পর্যায়ে চলে যাচ্ছে। যে কারণে করিনা, আলিয়ারা তাঁদের কমেন্ট বক্সে লিমিটেড অ্যাকসেস করে দিয়েছেন। অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক মেসেজই সেখানে আসতে পারবে। এঁদের পোস্টে কমেন্ট করতে গেলে দেখাবে, ‘কমেন্টস অন দিস পোস্ট হ্যাভ বিন লিমিটেড।’ এই ধরনের ফিল্টার থাকার ফলে যে কেউ আর তাঁদের প্রোফাইলে কমেন্ট করতে পারবে না। ট্রোলিংয়ের হাত থেকে বাঁচতে এই পথই নিয়েছেন সোনম, কর্ণ, সোনাক্ষীর মতো তারকারা। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন একতা কপূরও। সুশান্তকে প্রথম সুযোগ দেওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনিও কমেন্ট বক্স ফিল্টার করেছেন।

Advertisement

তবে সব তারকা যে এই পন্থা নিয়েছেন, এমন নয়। সুশান্তের মৃত্যুর পরে সলমন খানও ট্রোলড হয়েছেন। কিন্তু তিনি অ্যাকসেস লিমিটেড করেননি। এ ক্ষেত্রে সলমন মুখ না খুলে তাঁর ভক্তদের সংযত আচরণ করতে বলেছেন। দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, অনুষ্কা শর্মা, হৃতিক রোশন, শ্রদ্ধা কপূরের অ্যাকাউন্ট আগের মতোই রয়েছে। মূলত সুশান্তের মৃত্যুর নেপথ্য কারণ হিসেবে যাঁরা নেটিজ়েনের রোষের মুখে পড়েছেন, তাঁরাই সোশ্যাল মিডিয়া থেকে এই মুহূর্তে দূরত্ব বজায় রাখছেন। অন্য দিকে ইনস্টাগ্রাম থেকে ‘রিমেম্বারিং’ করে দেওয়া সুশান্তের অ্যাকাউন্টের ভক্তসংখ্যা উত্তরোত্তর বাড়ছে। ১২.৪ মিলিয়ন থেকে সুশান্তের ইনস্টা-ফলোয়ারের সংখ্যা বেড়ে ১৩.৮-এ দাঁড়িয়েছে!

আরও পড়ুন: আয়ু মাত্র তিন বছর! শুনেও মৃত্যুর সঙ্গে লড়ে কী ভাবে বেঁচে ফিরলেন অনু?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement