Tamannaah Bhatia

এক পাকিস্তানি ক্রিকেটারকেই বিয়ে করছেন তামান্না ভাটিয়া?

সে প্রেম নাকি এতটাই গভীরে পৌঁছেছে যে, একসঙ্গে সোনার দোকানেও দেখা গিয়েছে তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০২০ ২১:০৮
Share:

তামান্নাহ।

ক্রিকেট আর রুপোলী জগতের অন্তরঙ্গতা বেশ পুরনো। সে মনসুর-শর্মিলাই হোক আবার হালফিলে বিরাট-অনুষ্কা...বাইশ গজ আর সিনেমার সেটের প্রেম বহু পুরনো।

Advertisement

সেই তালিকায় আরও এক জুটির এন্ট্রি হচ্ছে? অন্তত গুঞ্জন তো সে রকমই ইঙ্গিত দিচ্ছে। বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছে ‘বাহুবলী’ খ্যাত তাম্মান্না ভাটিয়া নাকি প্রেম করছেন প্রাক্তনপাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে। সে প্রেম নাকি এতটাই গভীরে পৌঁছেছে যে, একসঙ্গে সোনার দোকানেও দেখা গিয়েছে তাঁদের। আর দেখা মাত্র অনুরাগীরা ধারণা করেই নিয়েছেন, বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে।

কিন্তু লকডাউনের মধ্যে কী করে তাঁরা বিয়ের কেনাকাটা করতে পারেন সেই প্রশ্নে যখন নেটাগরিকদের একাংশের ভুরু কুঁচকেছে ঠিক তখনই মুখ খুললেন তামান্না। “কখনও অভিনেতা, কখনও ডাক্তার, আবার এখন এই ক্রিকেটার। আমার কি স্বামীর মেলা লেগেছে নাকি? প্রেমে পড়ার কনসেপ্ট আমার কাছে খুবই পছন্দের। কিন্তু এ ক্ষেত্রে এই সব গুঞ্জন নেহাতই গুজব। আমি এখন এক্কেবারে সিঙ্গল।”

Advertisement

তবে ওই যে হাসি হাসি মুখে দু’জনের ওই কেনাকাটার ছবি? তা-ও কি মিথ্যে? সে প্রশ্নের উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তামান্নার কথায়: “ছবিটি বেশ পুরনো। ২০১৭-এর। দুবাইয়ের একটি জুয়েলারির দোকানের উদ্বোধনে আমরা দু’জনেই আমন্ত্রিত ছিলাম। সেই ইভেন্টেরই একটি ছবি ভাইরাল হয়েছে।’’

তা হলে কি সত্যিই বিয়ে করছেন না তাঁরা? উত্তর দেবে সময়।

আরও পড়ুন: অধরাই থাকল ‘আই লাভ ইউ’, তবে অন্তরঙ্গ বন্ধুত্ব তৈরি হল কোয়েল-নিসপালের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement