Taapsee Pannu-Kirti Kulhari

তাপসীর প্রতি অভিমান কীর্তির! ‘পিঙ্ক’ অভিনেত্রীদের মনোমালিন্যের নেপথ্যে কী কারণ?

‘পিঙ্ক’ ছবিতে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তাপসী পন্নু এবং কীর্তি কুলহরি। দুই অভিনেত্রীর মনোমালিন্য প্রকাশ্যে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:১৭
Share:
Bollywood actress Taapsee Pannu reacts to Kirti Kulhari’s claim of being snubbed during Pink promotions

(বাঁ দিকে) তাপসী পন্নু। কীর্তি কুলহরি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

২০১৬ সালে ‘পিঙ্ক’ ছবির মাধ্যমে প্রচারের আলোয় চলে আসেন তাপসী পন্নু এবং কীর্তি কুলহরি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, কীর্তি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ছবিটির প্রচারের সময় নাকি তাঁকে যথেষ্ট জায়গা দেওয়া হয়নি। এ বার বিষয়টি নিয়ে পাল্টা মুখ খুলেছেন তাপসী।

Advertisement

তাপসী এবং কীর্তি যে খুব ভাল বন্ধু, তা নয়। কিন্তু দুই অভিনেত্রীর বাক্‌যুদ্ধ নেটাগরিকদের মধ্যে নতুন করে ‘পিঙ্ক’ ছবিটিকে মনে করিয়ে দিয়েছে। কীর্তি বলেছেন, ‘‘ছবিতে যখন অভিনয় করি, তখন ইন্ডাস্ট্রিতে কে বড় বা কে ছোট— এ সব জানতাম না। কিন্তু ‘পিঙ্ক’ আমাকে বড় এবং ছোট অভিনেতার মধ্যে পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল।’’

এখানেই না থেমে কীর্তি অভিযোগ করেন, অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবির ট্রেলারে শুধু অমিতাভ বচ্চন এবং তাপসীকে দেখে তিনি হতবাক হন। কীর্তি বলেন, ‘‘প্রযোজক সুজিত সরকার আমাকে বোঝালেও পরে দেখলাম, ছবিটা তাপসীর হয়ে গেল। আমাকে এক পাশে সরিয়ে দেওয়া হল।’’

Advertisement

কীর্তির অভিযোগ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাল্টা উত্তর দিয়েছেন তাপসী। অভিনেত্রী বলেন, ‘‘কীর্তির খারাপ লাগতেই পারে। কিন্তু সেটা আমি কী ভাবে জানব! আমি জানলে নিশ্চয়ই ওর সঙ্গে কথা বলতাম। কিছু করার চেষ্টা করতাম।’’

তাপসী জানান, পরবর্তী সময়ে কীর্তির সঙ্গে কাজ করতে গিয়ে এই প্রসঙ্গে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি। কারণ, ‘মিশন মঙ্গল’ ছবিতে দর্শক তাঁদের একসঙ্গে দেখেছেন। তাপসী বলেন, ‘‘হয়তো ও আমার সঙ্গে দূরত্ব তৈরি করে নিয়েছে। কিন্তু আমি ওর সঙ্গে পেশাদারি মনোভাব নিয়েই কাজ করেছি। আগামী দিনেও সেটাই করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement