Allu Arjun

পাঁচ দিন অন্তর ঘাড়ে চোট, পা ভেঙে গিয়েছিল অল্লুর, নেপথ্যে কোন কারণ?

পাঁচ দিন অন্তর ঘাড়ে চোট পেতেন তিনি। পা ভেঙে গিয়েছিল তাঁর, তবু প্রতিকূলতার কাছে হার মানেননি অল্লু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৯:৩৭
Share:
কেন এমন অবস্থা হল অল্লুর?

কেন এমন অবস্থা হল অল্লুর? ছবি: সংগৃহীত।

গত পাঁচ বছর ধরে একটা মাত্র ছবিকে নিজের গোটা সময়টা দিয়েছেন অল্লু অর্জুন। নাম ‘পুষ্পা: দ্য রাইজ়’ ও ‘পুষ্পা: দ্য রুল’। গত বছর এই ছবির দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার পর বক্স অফিসে যেমন নজির গড়েছে, একই সঙ্গে বিস্তর বিতর্কও হয়েছে এই ছবিকে ঘিরে। হায়দরাবাদের একটি হলে পদপিষ্টের ঘটনা নিয়ে থানা পুলিশ পর্যন্ত জল গড়ায়। একদিন হাজতবাস হয় অল্লুর। তবে ছবির শুটিং চলাকালীনও কম ঝক্কি পোহাতে হয়নি অভিনেতাকে। পাঁচ দিন অন্তর ঘাড়ে চোট পেতেন তিনি। পা ভেঙে গিয়েছিল তাঁর, তবু প্রতিকূলতার কাছে হার মানেননি অল্লু।

Advertisement

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তেলঙ্গানার একটি লোকাচার তুলে ধরা হয়েছে, ‘গঙ্গাম্মা যাতারা’। এই দৃশ্যে হিন্দু দেবীর আরাধনা তুলে ধরা হয় এবং নারীবেশে অবতারণ করেন অল্লু। টানা ২৯ দিন ধরে চলেছিল একটা গানের শুটিং। নৃত্যগুরু ছিলেন গণেশ আচার্য। প্রাথমিক ভাবে এমন একটা গান নিয়ে বেশ ভয়েই ছিলেন তাঁরা। পরে অবশ্য এই গানই ছবির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। অল্লুর হাতে চুড়ি, গলায় হার। পরনে শাড়ি, ব্লাউজ়, সঙ্গে চন্দনের সাজ। কখনও আগুনের উপর দিয়ে হেঁটে চলেছেন, আবার কখনও প্রায় উদ্দাম নৃত্য করছেন তিনি। গণেশের কথায়, ‘‘এই গানের শুটিং করার সময় পাঁচ-দশ দিন অন্তর ঘাড়ে চোট পেয়েছেন তিনি। পা ভেঙেছে। তবু থেমে যাননি অল্লু। লেগে থেকেছেন। প্রতিকূলতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement