Sonakshi Sinha

‘পর্দায় ওকে আমার চেয়ে বড় লাগে’, বয়োজ্যেষ্ঠ নায়কের মন্তব্যে চটে গিয়ে কী বললেন সোনাক্ষী?

চেহারার জন্য পর্দায় অভিনেত্রীর বয়স নাকি বেশি মনে হয়। সেই জন্য অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চাননি এক নায়ক। সেই নায়কের নিজের বয়সও নাকি খুব কম নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১০
Share:

সোনাক্ষীর সঙ্গে অভিনয় করতে রাজি হননি এক বয়জ্যোষ্ঠ অভিনেতা। ছবি: সংগৃহীত।

নায়কের বয়স ৬০ ছুঁই-ছুঁই। কিন্তু তাঁর হয়তো সবে ২৫ পেরিয়েছে। এমন আকছার হয়েই থাকে বলিউডে। কিন্তু উল্টোটা কল্পনাও করা যায় না। নির্দিষ্ট বয়স পার হলেই বরং কাজ আসা কমতে থাকে। সম্প্রতি এমন অভিজ্ঞতার কথা জানালেন সোনাক্ষী সিন্‌হা।

Advertisement

চেহারার জন্য পর্দায় অভিনেত্রীর বয়স নাকি বেশি মনে হয়। সেই জন্য অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চাননি এক নায়ক। সেই নায়কের নিজের বয়সও নাকি খুব কম নয়। সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছেন, “এই ধরনের প্রত্যাশা কিন্তু একজন পুরুষের কাছে রাখা হয় না। ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় প্রেম করলে তাঁদের কিন্তু বয়স নিয়ে কটাক্ষ করা হয় না। নায়কের পেটে মেদ জমলে বা মাথায় চুল কমে গেলে তাঁদের কিছু বলা হয় না।”

অভিনেত্রী আরও বলেছেন, “এমনকি, আমার চেয়ে বয়সে বড় এক অভিনেতারও দাবি, আমাকে নাকি পর্দায় তাঁর চেয়ে বয়সে বড় দেখতে লাগবে। এই ধরনের মানুষদের আমি ধন্যবাদ জানাতে চাই। এমন মানুষদের সঙ্গে আমি কাজই করতে চাই না। মহিলাদেরই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। দিনের শেষে আমরা প্রত্যেকেই কিন্তু শিল্পী। যে অভিনেতার কথা বলছি, তাঁর চেয়ে আমি বয়সে ৪-৫ বছরের ছোট।”

Advertisement

চলতি বছরে জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিন্হা ও জ়াহির ইকবাল। বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরা পড়েছিলেন ছবিশিকারিদের ক্যামেরায়। তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা! সেই নিয়ে বিস্তর চর্চা। সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে সোনাক্ষী বলেছেন, “আমি কিন্তু অন্তঃসত্ত্বা নই। আমি আসলে মোটা হয়ে গিয়েছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement