আলিয়া ভট্ট। —ফাইল চিত্র।
২৮ জুলাই মুক্তি পেতে চলেছে কর্ণ জোহর পরিচালিত রণবীর সিংহ এবং আলিয়া ভট্ট অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। এই মুহূর্তে দেশ জুড়ে ছবির প্রচারে ব্যস্ত নায়ক- নায়িকা। দেশের পাঁচটি বড় শহরে প্রচারের জন্য ঘুরবেন তাঁরা। এ ছাড়াও মুম্বইয়ের বিভিন্ন অঞ্চলে প্রতি দিনই চলছে ছবির কোনও না কোনও অনুষ্ঠান। সম্প্রতি কর্ণ, রণবীর এবং আলিয়া হাজির হয়েছিলেন এমনই একটি অনুষ্ঠানে। যেখানে দর্শকের আসনে ছিল কয়েক হাজার স্কুল পড়ুয়া। তাঁদের সঙ্গে কথোপকথনের সময় নিজের মেয়ে রাহাকে নিয়ে গল্প জুড়লেন নায়িকা।
২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন আলিয়া। নায়িকার জীবনের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাঁর সন্তান। তারকাদের সন্তান হওয়ার পর থেকেই চারিদিকে একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে। তা হলে কি তাঁদের পরবর্তী প্রজন্মকেও দেখা যাবে ক্যামেরার সামনে? নতুন প্রজন্মের অনেক অভিনেতাই তারকা সন্তান। আগামী দিনেও এমনটাই আশা করেন অনেকে। তবে আলিয়ার ক্ষেত্রে হয়তো এমনটা নাও হতে পারে। প্রচারের ফাঁকে সে আভাস দিলেন অভিনেত্রী।
মেয়ে রাহাকে নিয়ে গল্প করার সময় হাসতে হাসতে আলিয়া বলেন,“আমি তো আমার মেয়েকে দেখি আর বলি তুমি তো বিজ্ঞানীই হবে।” যদিও এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে চারিদিকে শুরু হয়েছে হাসাহাসি। কটাক্ষ করতে ছাড়েননি অনেকেই। কেউ ভিডিয়োয় মন্তব্য করেছেন, “শতাব্দীর সেরা জোক।” আবার কারও মন্তব্য, “আলিয়া নিজে কত দূর পড়াশোনা করেছেন?” এই প্রথম নয়, কেরিয়ারের প্রথম দিন থেকেই নায়িকার সাধারণ জ্ঞান নিয়ে চর্চা, হাসাহাসি হত দর্শক মহলে। যা নিয়ে কখনও প্রকাশ্যে তেমন ভাবে কোনও মন্তব্য করেননি আলিয়া। এ বারেও নায়িকার তরফ থেকে আসেনি কোনও জবাব।