Saif Ali Khan attacked

বিপন্মুক্ত সইফ! সফল অস্ত্রোপচারের পর কী জানালেন সহযোগীরা?

অভিনেতার সহযোগী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চিকিৎসকদেরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১২:৫৩
Share:
Bollywood actor Saif ali khan is out of danger after multiple surgeries following stabbing incident

দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছেন সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

হাত, ঘাড়, পিঠে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফ আলি খানকে। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে জানানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরের কিছু পরে সইফের সহযোগী দলের সদস্যদের তরফে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, “সইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকেরা সব সময় নজর রাখছেন। পরিবারের সমস্ত সদস্য নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”

অভিনেতার সহযোগী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি চিকিৎসকদেরও। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ধন্যবাদ জানাতে চাই লীলাবতী হাসপাতালের চিকিৎসক দলকে। অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানাতে চাই, এই সময় প্রার্থনা করেছেন তাঁরা।”

Advertisement

জানা গিয়েছে, শরীরের ছ’জায়গায় জখম নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফকে। দু’টি অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। এর আগে করিনা জানিয়েছিলেন, সইফের হাতে আঘাত রয়েছে। পরে হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর ঘাড়েও একটি আঘাত রয়েছে। রাত সাড়ে ৩টে নাগাদ বান্দ্রার বাড়িতে পৌঁছন সইফ আলি খান ও অমৃতা সিংহের ছেলে ইব্রাহিম আলি খান। তিনিই বাবাকে নিয়ে যান হাসপাতালে। পরে বৃহস্পতিবার দুপুরে বাবাকে দেখতে যান সারা আলি খান ও ইব্রাহিম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement