রঞ্জিত চৌধুরী
করোনা আতঙ্কের মধ্যেই শোকের ছায়া বলিউডে। মারা গেলেন হৃষীকেশ মুখোপাধ্যায় পরিচালিত ‘খুবসুরত’ ছবির জগন গুপ্ত ওরফে রঞ্জিত চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বুধবার ইনস্টাগ্রাম থেকে রণজিতের বোন রায়েল পদমসি তাঁর মৃত্যুসংবাদের কথা প্রকাশ করেন।
তিনি লেখেন, “যাঁরা রঞ্জিতকে জানতেন, তাঁদেরকে জানিয়ে রাখি বৃহস্পতিবার রঞ্জিতের দেহ দাহ করা হবে। আর স্মরণসভার আয়োজন করা হয়েছে আগামী ৫মে ।” তবে ঠিক কী কারণে প্রয়াত হয়েছেন অভিনেতা সে বিষয়ে কিছু জানাননি রায়েল।
রঞ্জিতের মৃত্যুতে বলিউডেও নেমেছে শোকের ছায়া। ‘কাঁটে’ ছবির পরিচালক সঞ্জয় গুপ্ত লেখেন, “রেস্ট ইন পিস রঞ্জিত চৌধুরী। তোমার সঙ্গে ‘কাঁটে’ তে কাজ করার সুযোগ হয়েছিল। যেখানেই থাক সর্বদা হাসিখুশি থেকো।” শোকপ্রকাশ করেছেন, ‘রইস’, ‘লামহা’-র পরিচালক রাহুল ঢোলাকিয়াও।
আরও পড়ুন: ‘রোমে যাওয়ার প্ল্যানটাই ভেস্তে গেল’
দেখুন রায়েলের পোস্ট
A post shared by Raell Padamsee's Ace (@raellpadamseesace) on
১৯৭৮ সালে ‘খাট্টামিট্টা’ ছবির মধ্যে দিয়ে বলিউড যাত্রা শুরু হয় রঞ্জিতের। এর পর ‘বাতো বাতো মে’, ‘খুবসুরত’ , ‘কালিয়া’ , ‘বান্ডিট কুইন’ , ‘কামসূত্র’, ‘ফায়ার’ সহ বিভিন্ন ছবিতে অভিনয় করেন তিনি। তাঁর মা পার্ল পদমসিও ছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব।
আরও পড়ুন- লকডাউনে অভিনেত্রী স্মৃতি খন্না জন্ম দিলেন কন্যাসন্তানের