Ishaan Khattar

সম্পর্ক ভাঙার আগেই অনন্যার থেকে একটা জিনিস চুরি করেছেন ঈশান! বললেন, আক্ষেপ নেই

যে কোনও সম্পর্ক অনেক কিছু শেখায়। অনেক কিছু গ্রহণ করতে হয়, ভালবাসার যোগ্য হয়ে উঠতে হয় আগে— এ সব আগে বুঝতেন না ঈশান। জানালেন, অনন্যার কাছে তিনি ঋণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মুম্বই শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১১:২৯
Share:

দীর্ঘ তিন বছর প্রেম করার পর মাস কয়েক আগেই আলাদা হয়েছেন ঈশান-অনন্যা ফাইল চিত্র।

অনন্যা পণ্ডের সঙ্গে প্রেমের অধ্যায় শেষ হয়েছে। তবু এখনও তাঁর সঙ্গে ভালই সম্পর্ক ঈশান খট্টরের। যে কোনও সম্পর্ক অনেক কিছু শেখায়, দাবি ঈশানের। এখান থেকেও শিখেছেন বলে জানান। অনেক কিছু গ্রহণ করতে হয়, ভালবাসার যোগ্য হয়ে উঠতে হয় আগে— এ সব আগে বুঝতেন না ঈশান। জানালেন, অনন্যার কাছে তিনি ঋণী।

Advertisement

ছবির প্রচারে গিয়ে নানা বিষয়ে বক্তব্য রেখেছেন ঈশান খট্টর। তার মধ্যেই এসেছে পুরনো প্রেমের প্রসঙ্গ। ৪ নভেম্বর মুক্তি পেয়েছে ভৌতিক কমেডি ‘ফোন ভূত’। এক প্রচার অনুষ্ঠানে গিয়ে ঈশান বলেন, “আমার আফসোস হয়, নিজেকে বড্ড বেশি ছড়িয়ে ফেলেছিলাম। অনেক সময়ই আমি সেটা করি। দরকার না থাকলেও। নিজের সবটা দিয়ে দিয়েছিলাম সম্পর্কে। তবে যেটা নিয়ে আক্ষেপ নেই, সেটা হল আমার আবেগ। আমি মানুষটাই নরম, সেটাই আমি। কিন্তু কিছু সময় ভারসাম্য রেখে চলা গুরুত্বপূর্ণ।” অনেক কিছু করতে পারতেন, আবার অনেক কিছু না করলেও পারতেন— এই সব ভেবে চলেন ২৭ বছরের ঈশান। দীর্ঘ তিন বছর প্রেম করার পর মাস কয়েক আগেই আলাদা হয়েছেন ঈশান-অনন্যা। কর্ণ জোহরের কফির আড্ডায় বিষয়টা স্পষ্ট করেছিলেন ‘ধড়ক’ অভিনেতা। তবু সম্পর্ক এখনও মধুর। ঈশান জানিয়েছিলেন, অনন্যার সঙ্গে তাঁর হৃদ্যতা অন্য মাত্রার। প্রেমের সম্পর্কে না থাকলেও তিনি এখনও খুব কাছের। এবং চিরকাল কাছের মানুষই থাকবেন।

পাশে ছিলেন দাদা শাহিদ কপূরও। সম্পর্কে জড়িয়ে পড়লে অনেক সময় নিজেকে হারিয়ে ফেলে মানুষ। অস্তিত্বসঙ্কটে ভোগে। সেটা একেবারেই হতে দেওয়া উচিত নয়— ভাইকে বুঝিয়েছিলেন শাহিদ। ঈশান খট্টরের সঙ্গে অনন্যা পণ্ডের সদ্য বিচ্ছেদের নেপথ্যেও কি দাদার সেই উপদেশ? অনেকেই মনে করেন। যদিও অনন্যা এবং ঈশান তিক্ততা না রেখে নিজেদের সিদ্ধান্তেই সম্পর্ক শেষ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, “অনন্যার থেকে একটা জিনিস চুরি করেছিলাম। সেটা হল ওর মিষ্টি হাসি!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement