Urfi Javed

Urfi Javed: জাভেদের সঙ্গে উরফির কোনও সম্পর্ক নেই, টুইট করে ভুল ভাঙালেন শাবানা

উরফি ‘বিগ বস ওটিটি’র প্রাক্তন প্রতিযোগী। ২৪ বছরের উরফি ওই প্রতিযোগিতায় থাকার সময় দর্শক এবং বাকি প্রতিযোগীদের মাতিয়ে রাখতেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৭
Share:

উরফি জাভেদ (বাঁ দিকে) এবং স্ত্রী শাবানা আজমির সঙ্গে জাভেদ আখতার (ডান দিকে)।

‘বিগ বস ওটিটি’র প্রাক্তন প্রতিযোগী উরফি জাভেদ নাকি জাভেদ আখতারের আত্মীয়। সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই ভুল ভাঙতে আসরে নামলেন জাভেদের স্ত্রী অভিনেত্রী শাবানা আজমি স্বয়ং। বৃহস্পতিবার টুইটে তিনি লেখেন, ‘উরফি কোনও ভাবেই আমাদের আত্মীয় হন না।’

Advertisement

উরফি ‘বিগ বস ওটিটি’র প্রাক্তন প্রতিযোগী। ২৪ বছরের উরফি ওই প্রতিযোগিতায় থাকার সময় দর্শক এবং বাকি প্রতিযোগীদের মাতিয়ে রাখতেন। বিভিন্ন মজার কথা বলা বা কোনও খ্যাতনামীকে নকল করায় তাঁর জুড়ি ছিল না। ‘বিগ বস ওটিটি’ থেকে বাদ যাওয়ার পরও তিনি শিরোনামে এসেছিলেন। সম্প্রতি অন্তর্বাসের উপরে ডেনিম জ্যাকেট চাপিয়ে এবং জিনস পরে বিমানবন্দরে চলে আসায় পোশাক নিয়ে সমালোচিত হন তিনি। তার পরই আবার জাভেদের আত্মীয় বানিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।

এ প্রসঙ্গে শাবানার পাশাপাশি উরফিও পরিষ্কার জানিয়ে দিয়ছেন তিনি জাভেদের আত্মীয় নন। শুধুমাত্র তাঁর নামে ‘জাভেদ’ রয়েছে বলেই এই ভুল ধারণা তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement