Bigg Boss 16

বিগ বসের ঘরে নয়া চমক! সপ্তাহান্তে ঘরে আসছেন সলমন, খাবার খাবেন প্রতিযোগীদের সঙ্গে

সলমনকে ছোট একটি ডাম্বেল পাঠাতে অনুরোধ করেছিলেন আবদু। সেই ডাম্বেল উপহার দিতেই ঘরে আসেন সলমন। ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, বাক্সের মধ্যে ডাম্বেল দেখে খুশিতে গদগদ আবদু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১১:৩২
Share:

সলমন খান ফাইল চিত্র ।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিগ বসের নয়া সিজনের প্রথম ‘উইকএন্ড কা বার’-এর ঝলক। এই ঝলক দেখে আপ্লুত অনুরাগীরা। কারণ প্রথম সপ্তাহান্তেই এই শোয়ের সঞ্চালক তথা বলিউ়ড অভিনেতা সলমন খানকে দেখা যাবে বিগ বসের ঘরের ভিতরে। প্রকাশ্যে আসা ভিডিয়ো ক্লিপে রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে বিগ বসের ঘরে প্রবেশ করতে দেখা গিয়েছে সল্লুকে। দেখা যাচ্ছে, ঘরের ভিতর বাগানে একটি চেয়ারে বসে আছেন সলমন। তাঁর সামনে বসে প্রতিযোগীরা। এর মধ্যে প্রতিযোগী আবদু রজিককে বিশেষ উপহারও দিতে দেখা যায় সলমনকে।

Advertisement

সলমনকে ছোট একটি ডাম্বেল পাঠাতে অনুরোধ করেছিলেন আবদু। সেই ডাম্বেল উপহার দিতেই ঘরে আসেন সলমন। বাক্সের মধ্যে ডাম্বেল দেখে আবদুর খুশির অন্ত ছিল না। ভিডিয়োতে বিগ বসের সমস্ত প্রতিযোগীর সঙ্গে খাবার খেতেও দেখা গিয়েছে সলমনকে। প্রতিযোগীদের মূল্যবান টিপস দিতেও দেখা যায় তাঁকে।

প্রসঙ্গত, গত দু’বছর কোভিড অতিমারির কারণে ঘরের মধ্যে প্রতিযোগীদের খুব কড়া বিধিনিষেধ মেনে রাখা হয়েছিল। সলমনকেও ঘরের মধ্যে ঢুকতে দেখা যায়নি। তবে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ার কারণে বিগ বসের ঘরে ঢুকতে দেখা গেল ভাইজানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement