কখনও নাক, কখনও চোখ, কখনও পায়ের পাতা। পুজোর তিন মাস আগে থেকে দেশপ্রিয় পার্কের বিশ্বের সবথকে বড় দুর্গার জ্বরে কাবু কলকাতা। ফলও তাই। পুজো শুরু হতেই ভিড়ের চাপে ল্যাজে গোবরে প্রশাসন। পঞ্চমীর দিনই বন্ধ করে দিতে হল দেশপ্রিয় পার্ক। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জন অসুস্থ। ৮৮ ফুটের দুর্গা যখন গিমিক হয়ে দাঁড়িয়েছে তখন ‘বিশ্বের সবথেকে বড় দুর্গা’-র জ্বরে কাবু স্বয়ং বিগ বি। এই দুর্গা মূর্তির ছবি পোস্ট করেই টুইটারে দেশবাসীকে পুজোর শুভেচ্ছা জানালেন তিনি।
বিগ বি লিখেছেন, ‘‘সিমেন্টের তৈরি এই দুর্গা প্রতিমা। কলকাতায় বিশ্বের সবথেকে বড় দুর্গামূর্তি।’’ সেই সঙ্গেই সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়ে বাঙলার জামাইবাবু লিখেছেন, ‘‘সকলকে হ্যাপি পুজো….সামনের দিনগুলো শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক।’’
মোট ৪০ জন শিল্পী মিলে তৈরি করেছেন দেশপ্রিয় পার্কের ৮৮ ফুটের এই দুর্গা। পুজোর গোটা লাইমলাইট কেড়ে নেওয়া মূর্তি পুরোটাই তৈরি হয়েছে সিমেন্টে। পুজো শুরুর আগে সেই যা ছিল আলোচনার কেন্দ্রে সেই মূর্তি ঘিরেই এখন বিতর্কের ঘনঘটা। উত্সবের কলকাতায় শুধুই চাপা কানাঘুষো-গোটা পুজোটাই কি বন্ধ থাকবে দেশপ্রিয় পার্ক? বিশ্বের সবথেকে বড় মাতৃমূর্তি দর্শন কি অধরাই থেকে যাবে?