Manoj Tiwari on Bhojpuri Film Industry

সত্যজিৎ রায় ও প্রকাশ ঝা’র মতো পরিচালক চাই, ভোজপুরি ছবির উন্নতিতে উপদেশ মনোজের

ভোজপুরি সিনেমা নিয়ে চর্চা সারা বিশ্বে। কিন্তু ইন্ডাস্ট্রি কী ভাবে আরও উন্নত হবে? উত্তর দিলেন তারকা মনোজ তিওয়ারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২০:১১
Share:

(বাঁ দিক থেকে) সত্যজিৎ রায়, প্রকাশ ঝা এবং মনোজ তিওয়ারি। ছবি: সংগৃহীত।

ভোজপুরি সিনেমার বিষয় বা শিরোনাম নিয়ে সমাজমাধ্যমে প্রায়শই ‘চটুল’ মন্তব্য চোখে পড়ে। তৈরি হয় অজস্র ‘মিম’। তবে ভোজপুরি ছবির যে নিজস্ব দর্শক বৃত্ত রয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার মনোজ তিওয়ারি। নিজের ইন্ডাস্ট্রির কী ভাবে উন্নতি সম্ভব, সে প্রসঙ্গে তাঁর মনোভাব ব্যক্ত করেছেন মনোজ। অভিনেতার মতে, ভোজপুরি ইন্ডাস্ট্রি এখনও আঞ্চলিক পর্যায়ে আবদ্ধ। তবে তাঁর ইন্ডাস্ট্রিকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য দুই পরিচালকের নাম উল্লেখ করেছেন মনোজ। তিনি বলেন, ‘‘আমাদের ছবির দর্শক প্রচুর। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের সত্যজিৎ রায় ও প্রকাশ ঝা-এর মতো পরিচালক চাই।’’

মনোজ মনে করেন, ‘মির্জ়াপুর’ বা ‘মহারানি’র মতো সিরিজ় যে দিন ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তৈরি হবে, সে দিন ইন্ডাস্ট্রি দক্ষিণী ছবির সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারবে। মনোজ নিজে একশোর বেশি ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন। তিনি জানিয়েছেন, এখনও ইন্ডাস্ট্রিতে বছরে ৬০ থেকে ৭০টি ছবি তৈরি হয়। তবে প্রেক্ষাগৃহের অবস্থা খুব ভাল নয়। মনোজ বলেন, ‘‘আমার কেরিয়ারের শুরুর দিকে দেড় কোটি টাকার বাজেটের একটা ছবি ৩০ কোটি টাকারও বেশি ব্যবসা করত। আমার প্রথম ছবি বক্স অফিসে ৫৬ কোটি টাকার ব্যবসা করেছিল।’’

Advertisement

ভোজপুরি ছবি ঘিরে আগ্রহ থাকলেও দর্শক যে হলমুখী হচ্ছেন না, সে কথাও খোলসা করেন মনোজ। তবে নেটদুনিয়ায় ভোজপুরি গানের জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে তা বিশ্বাস করেন মনোজ। উল্লেখ্য, মনোজ নিজেও প্রায় দু’শোর বেশি ভোজপুরি গান গেয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement