উত্তমকুমার। ইনসেটে ভাস্বর।
উত্তমকুমার। শুধু এই নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বাঙালির নস্ট্যালজিয়া। ভাললাগা, রোম্যান্সের সাত-সতেরো।
আরও একটা ২৪জুলাই চলে এল। ১৯৮০-এর ২৪জুলাই প্রয়াত হন বাঙালির এই মহানায়ক। কিন্তু এখনও তিনি রয়েছেন। রয়েছেন বাঙালির মননে।
উত্তমকুমারের প্রয়াণ দিবসের আগে তাঁকে নিয়ে কিছু অজানা তথ্য শেয়ার করলেন তাঁর নাতজামাই ভাস্বর চট্টোপাধ্যায়। উত্তমের নাতনি নবমিতার সঙ্গে বিয়ের সূত্রে ভাস্বর এই পরিবারের জামাই। উত্তমের নাতজামাই।
আরও পড়ুন, কাস্টিং কাউচের জন্য কিছু বড় ব্যানারের ছবি চলে গিয়েছে, বিস্ফোরক সৌমিলি
না! মহানায়ককে দেখেননি ভাস্বর। তবে টালিগঞ্জের বাড়িতে উত্তমের স্মৃতি সব জায়গায়। শ্বশুরবাড়ির গুরুজনদের কাছ থেকে উত্তমকে নিয়ে অনেক ঘটনা শুনেছেন তিনি। যা শেয়ার করলেন আমাদের সঙ্গে।
উত্তমের প্রিয় নারী কে? এই প্রশ্নের উত্তরে ভাস্বর বললেন, ‘‘মা। মা ছিলেন ওঁর প্রিয় নারী। মায়ের প্রতি যে যত্ন আর ভালবাসার কথা শুনেছি তাতে মা ছাড়া আর কারও কথা ভাবা যায় না।’’
আরও পড়ুন, ‘কেন তুমি ফিরলে না আর?’ প্রসেনজিৎকে বললেন ঋতুপর্ণা
উত্তমের প্রিয় খাবার, প্রিয় পোশাকের সঙ্গে মহানায়কের নাতজামাই হওয়ার সুবিধে এবং অসুবিধের কথাও শোনালেন ভাস্বর। আর কী কী বললেন জানতে দেখুন আনন্দবাজার ডিজিটালের এক্সক্লুসিভ ভিডিয়ো।