Ranojoy Bishnu

‘আজ বিশেষ দিন, নেতিবাচক কোনও কথা নয়’, রণজয়ের জন্মদিনে বললেন বান্ধবী শ্যামৌপ্তি

শ্যামৌপ্তির কথায়, “ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগতই থাক। এখনও বলার সময় আসেনি। যদি সত্যিই আগামী দিনে কিছু ঘটে তখন তো সকলেই জানতে পারবেন।”

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৪:৩০
Share:
ক্যামেরার মুখোমুখি রণজয় বিষ্ণু, শ্যামৌপ্তি মুদলি।

ক্যামেরার মুখোমুখি রণজয় বিষ্ণু, শ্যামৌপ্তি মুদলি। ছবি: ফেসবুক।

তাঁরা খুব ভাল বন্ধু? না কি তার থেকেও বেশি কিছু?— শনিবার, রণজয় বিষ্ণুর জন্মদিনে কি সেই রহস্যের উন্মোচন হবে? টেলিপাড়ায় শুক্রবার থেকে ফিসফাস। এক দিন আগে থেকে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের নায়কের জন্মদিন পালন শুরু। স্টুডিয়োয় রণজয়ের অনুরাগিনীরা দল বেঁধে এসেছিলেন। ভরপেট খাইয়ে, দু’হাত ভরে উপহার আর ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করে গিয়েছেন তাঁরা। সেটে কেক কাটা হয়েছে। অভিনেতার কাছের বন্ধুরাও বাদ যাননি। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। রণজয়ের সঙ্গে তাঁর ‘গুড্ডি’ ধারাবাহিক, মিউজ়িক ভিডিয়ো হিট।

Advertisement

গত রাত থেকে উদ্‌যাপন শুরু? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। নায়িকা এখন নীল ভট্টাচার্যের সঙ্গে ‘অমর সঙ্গী’ ধারাবাহিকে অভিনয় করছেন। তাঁর মতে, “বছরে একবার এই দিনগুলি আসে। তাই আগের দিন থেকেই হইহুল্লোড় শুরু হওয়া উচিত। আমরা, কাছের বন্ধুরা রণজয়ের জন্য সেটাই করার চেষ্টা করেছি।” শুধুই বন্ধু না কি বিশেষ বন্ধু! কিংবা প্রিয় বান্ধবী? শুনেই সতর্ক শ্যামৌপ্তি। ভাইরাল ভিডিয়োয় তাঁর আর রণজয়ের রসায়ন ইতিমধ্যেই চায়ের টেবিলে চর্চায়। তবু সাবধানি গলায় বললেন, “ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগতই থাক। এখনও বলার সময় আসেনি। যদি সত্যিই আগামী দিনে কিছু ঘটে তখন তো সকলেই জানতে পারবেন। আমরা বরং তার জন্য অপেক্ষা করি।”

অভিনেত্রী এড়াতে চাইলে কী হবে? বাকিরা কি এত সহজে বোঝে! তার উপর রণজয়কে নিয়ে নানা নায়িকার নানা মত। শ্যামৌপ্তি রণজয়ের বিপরীতে নায়িকা হয়েছেন। আবার ‘ব্যক্তি’ রণজয়ের সঙ্গেও মিশছেন...। অভিনেতা আদতে কেমন? অত্যন্ত প্রতিক্রিয়াশীল এক ব্যক্তি?

Advertisement

প্রসঙ্গ তুলতেই শ্যামৌপ্তি জানালেন, জন্মদিন যে কোনও মানুষের জীবনেই বিশেষ দিন। তিনি খ্যাতনামী হন বা না হন। রণজয়ের ক্ষেত্রেও তাই-ই। আজ ওঁকে নিয়ে তাই কোনও নেতিবাচক কথা নয়। তার জন্য বাকি ৩৬৪ দিন আছে। তা ছাড়া, মাত্র কিছু দিনের আলাপে কোনও মানুষকে চেনা যায় না। নায়িকা আরও বললেন, “অভিনেতা হিসেবে খুবই সহযোগী। যে কোনও নায়িকার বিপরীতে রণজয় নিরাপদ নায়ক। সব দিক থেকে। একই ভাবে ভীষণ পেশাদার।” তাই ‘ব্যক্তি’ রণজয় সেটে সারা ক্ষণ নায়িকার সঙ্গে কথা বলা পছন্দ করেন না। নিজের মতো করে চরিত্রে ডুবে থাকেন। তাই ক্যামেরার সামনে নিজের অভিনীত চরিত্র খুব সহজেই ফুটিয়ে তুলতে পারে।

শ্যামৌপ্তির মতে, “রণজয় খুবই সৎ আর ভাল মানুষ। এই গুণগুলি দুর্লভ। ঈশ্বরের কাছে প্রার্থনা, ওর মধ্যে আজীবন যেন এই সমস্ত গুণ বজায় থাকে।” সারা দিন উভয়েই ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত। রাতে...? “আমরা কয়েক জন কাছের বন্ধু বিশেষ কিছু পরিকল্পনা করেছি। রণজয়কে চমকে দেব বলে। আগাম বললে সে সব কি আর চমক থাকবে?” শটে যাওয়ার আগে হাসতে হাসতে ঝটিতি জবাব দিলেন রণজয়ের ‘প্রিয় বান্ধবী।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement