Roshni-Turjya

ব্যাঙ্ককে সম্পর্কের উদ্‌যাপন রোশনির, এ দিনেই একে অপরকে কথা দিয়েছিলেন একসঙ্গে থাকার

বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ রোশনি। কয়েক মাস হল বিয়ে করেছেন । এ দিনেই শুরু হয়েছিল একসঙ্গে তাঁদের পথ চলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০২
Share:

রোশনি-তূর্য। ছবি: ইনস্টাগ্রাম।

ন’মাস হল বিয়ে করেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। বিয়ে থেকে জন্মদিন— জীবনের প্রতিটি আনন্দের মুহূর্তের ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন অভিনেত্রী। ব্যবসায়ী তূর্য সেনকে বিয়ে করেছেন তিনি। তবে ডিসেম্বরে বিয়ের আগে একে অপরকে চেনা জানার জন্য বেশ কয়েক বছর সময় নিয়েছেন তাঁরা। দীর্ঘ প্রেমপর্বের পর সংসার পেতেছেন তাঁরা। চার বছর আগে এই দিনেই একে অন্যের কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাই দিনটিকে বিশেষ করে তুলতে এ বার তাঁদের গন্তব্য ব্যাঙ্কক, পাটায়া। ব্যবসার কাজে তূর্যকে ব্যাঙ্ককে আসতে হয়েছিল। তাই স্বামীর সঙ্গে নায়িকাও বেরিয়ে পড়লেন বেড়াতে। বেশ কয়েক দিন আগে থেকেই দেখা যাচ্ছিল তাঁদের বেড়ানোর ছবি। তবে তাঁদের এই ভ্রমণের নেপথ্যে যে এই গল্প লুকিয়ে আছে, তা জানা ছিল না অনেকেরই।

Advertisement

স্বামী তূর্যর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূ্র্তের ছবি পোস্ট করেন নায়িকা। এক সঙ্গে তাঁদের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে রোশনি লেখেন, “চার বছর দেখতে দেখতে কেটে গেল। কত কত স্মৃতি! এক সঙ্গে বাড়ি পরিবর্তন, বিয়ে করা। ওহ্ হ্যাঁ, সত্যি তো এখন আমরা বিবাহিত। সারা জীবন এক সঙ্গে কাটাতে চাই এ ভাবে। তোমায় ভীষণ ভালবাসি।” সঙ্গে বেশ কিছু স্টিকার। তা হলে আর কী কী পরিকল্পনা করছেন রোশনি?

আনন্দবাজার অনলাইন থেকে যোগাযোগ করা হয় রোশনির সঙ্গে। তখন তিনি ব্যাঙ্ককের অলিগলিতে ঘুরছেন। রোশনি বললেন, “কাজ শুরু হয়ে গেলে তো আর একবিন্দু সময় পাওয়া যায় না। তাই যখন তূর্য বলল, ও কাজের জন্য আসবে, তখন মনে হল আমিও চলে যাই। কয়েক দিনের জন্য ঘুরে আসি। সেই সঙ্গে আমাদের চার বছরের সম্পর্কের উদ্‌যাপনও হয়ে যাবে।” নায়িকা সদ্য শেষ করলেন ক্যামেলিয়া প্রোডাকশনের একটি ওয়েব সিরিজ়ের কাজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement