Bengali Mega Serial

Viral: দুর্গা, অপু, সর্বজয়ার পর হরিহর? ধারাবাহিকে ‘পথের পাঁচালী’, বিদ্রুপ নেটপাড়ায়

‘পথের পাঁচালী’-র সঙ্গে মিল পেতেই বাংলা ধারাবাহিক নিয়ে মিম শিল্প শুরু নেটমাধ্যমে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ২২:৫৪
Share:

তিন ধারাবাহিক নায়িকারা এবং হরিহর

দিদি, ভাই, মায়ের পর এ বার কি তবে বাবাকে নিয়ে টানাটানি? বাংলা ধারাবাহিকের পরম্পরা দেখে তেমনই ইঙ্গিত পাচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

‘দুর্গা’ ছিল, ‘অপরাজিতা অপু’ এল, সোমবার থেকে শুরু হল দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’। সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ ছবির প্রধান তিনটি চরিত্রের নামে বাংলা ধারাবাহিকের নামকরণ হয়েছে বলেই মত নেটাগরিকদের।

মিম

‘পথের পাঁচালী’-র সঙ্গে মিল পেতেই বাংলা ধারাবাহিক নিয়ে মিম শিল্প শুরু নেটমাধ্যমে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে তেমনই একটি মিম। যেখানে তিনটি ধারাবাহিকের তিনটি পোস্টার পর পর বসানো হয়েছে। তার নীচে ‘পথের পাঁচালী’-র অভিনেতা কানু বন্দ্যোপাধ্যায়ের (হরিহর চরিত্রে অভিনয় করেছিলেন) ছবি। ছবির উপরে লেখা, ‘এ বার আমাকে নিয়ে একটা সিরিয়াল বানান।’
সেই দেখে হাসির রোল নেটমাধ্যমে। সকলেই যেন অপেক্ষা করছেন ‘হরিহর’ নামক ধারাবাহিকের জন্য। তবেই এই বৃত্ত পূর্ণ হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement