Last Shoot Of Neem Pholler Madhu

হলুদ কাঞ্চিভরমে ঝলমলে পর্ণা, কেক-ভূরিভোজে নিমফুলের মধুর স্মৃতি নিয়ে শেষ পথচলা

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৫
Share:
শেষ হল ধারাবাহিক ‘নিমফুলের মধু’র পথচলা।

শেষ হল ধারাবাহিক ‘নিমফুলের মধু’র পথচলা। ছবি: সংগৃহীত।

শুরু থাকলে শেষ থাকবেই। এই কথা আঁকড়ে ইন্দ্রপুরী স্টুডিয়োয় হাসিমুখে শুটিং শেষ করলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিমফুলের মধু’-এর অভিনেতারা। শুক্রবার সারা দিন তাঁরা শুটিং করেছেন। তার ফাঁকেই দুপুরে ভরপেট খাওয়াদাওয়া, কেক কেটে মিষ্টিমুখের পালা। সোনালি কাঞ্চিভরমে ধারাবাহিকের নায়িকা ‘পর্ণা’ ওরফে পল্লবী শর্মা যেন হলদে প্রজাপতি। কোমরে আঁচল জড়িয়ে হাওয়ায় এলোমেলো খোলা চুল সামলাতে সামলাতে তদারকিতে ব্যস্ত।

Advertisement

ইন্দ্রপুরী স্টুডিয়োয় সকাল থেকে হাঁকডাক। যে সমস্ত চরিত্রাভিনেতা ধারাবাহিকে এই মুহূর্তে নেই, তাঁরাও এ দিন একজোট। খোলা আকাশের নীচে টেবিলের উপরে ধারাবাহিকের নাম লেখা কেক। ধারাবাহিকের নায়ক ‘সৃজন’ ওরফে রুবেল দাসকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে তাঁর পর্দার মা অরিজিতা মুখোপাধ্যায়। যিনি এই ধারাবাহিকের দৌলতে ‘বাবুর মা’ বলে খ্যাত! ছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, সোমু সরকার-সহ আরও অনেকে।

সে পর্ব মিটতে না মিটতেই মধ্যাহ্নভোজ। ভাত, ডাল, ভাজা, তরকারি, মাংস, চাটনি, মিষ্টি—এলাহি আয়োজন। তখনও পর্যন্ত কারও চোখ থেকে এক ফোঁটা জল পড়েনি। দাঁতে দাঁত চেপে সকলের প্রতিজ্ঞা, শুটিং এখনও বাকি। ‘বিদায়’ শব্দটা যেন ভুলেও কারও মনে বা মাথায় না আসে। ‘শেষ নাহি যার শেষ কথা কে বলবে’... রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই পংক্তিই বুঝি এ দিন উপস্থিত প্রত্যেকের বীজমন্ত্র ছিল! অনেকেই তাই সাক্ষাৎ, খাওয়াদাওয়ার পর্ব মিটিয়ে তড়িঘড়ি বাড়ির পথ ধরেছেন। নিমফুলের ‘মধু’টুকুই যাতে তাঁদের সংগ্রহে থেকে যায়।

Advertisement

প্রযোজক-পরিচালক শ্রীজিৎ রায়ের এই ধারাবাহিক শীঘ্রই শেষ হবে— এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। প্রযোজক-পরিচালকের নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’। এক সাধারণ মেয়ের সঙ্গে পর্দার খ্যাতনামী নায়কের প্রেমের গল্প পটভূমিকায়। মুখ্য চরিত্রে অভিনয় করবেন রুবেল আর মোহনা মাইতি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement