Mohor

সাতপাক ঘুরে নবদম্পতি ‘মোহদীপ’, ধারাবাহিক পেরলো ৩০০ পর্ব

সাদা জোড়ে, গলার মালায়, মাথার টোপরে নিখুঁত বর ‘শঙ্খ’ প্রতীক সেন। টকটকে লাল বেনারসী, এক গা গয়নায় ‘মোহর’ সোনামণি সাহা যেন নববধূ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ১৭:৪৪
Share:

মোহর-শঙ্খ।

নয়ন সার্থক দর্শকদের! অবশেষে বর-বধূ বেশে ধরা দিলেন মোহর ও শঙ্খ। স্টার জলসার মেগা হিট ‘মোহর’ও ৩০০ পর্ব ছুঁয়ে ফেলল অনায়াসে। দীর্ঘ টানাপোড়েনের পর একটু একটু করে বিরহ কেটেছে মোহর ও শঙ্খের জীবন থেকে। ড্রয়িং রুমে ছোট পর্দার সামনে ভিড়ও বেড়েছে ক্রমশ। ধারাবাহিকের লেখক এবং প্রযোজক ম্যাজিক মোমেন্টসের অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়, ‘‘এই বিয়ে ভীষণ প্রত্যাশিত ছিল। বাঙালির বিয়েতে নানা ধরনের আচার অনুষ্ঠান। যা আগের প্রজন্মের সঙ্গে মুগ্ধ করে এই প্রজন্মকেও। পর্দায় সেই আকাঙ্খা পূরণ হলে দর্শক দেখবেই।’’

মিলনের সুর জোরদার হয়েছে দু’বারের দু’রকমের বিয়েতে। এক বার গোপনে মন্দিরে বিয়ে সেরেছে জুটি। আরেক বার সামাজিক মতে সঙ্গীত থেকে গায়ে হলুদ হয়ে সাতপাক ঘোরা দেখেছে দর্শক। বিয়ের খুঁটিনাটির পাশাপাশি সাদা জোড়ে, গলার মালায়, মাথার টোপরে নিখুঁত বর ‘শঙ্খ’ প্রতীক সেন। টকটকে লাল বেনারসী, এক গা গয়নায় ‘মোহর’ সোনামণি সাহা যেন নববধূ।

যত দিন এগিয়েছে, ট্যুইস্টের পর ট্যুইস্ট বেড়েছে গল্পে। গোপন বিয়ের পরেও শুধু মাত্র জ্যেঠুর অনুরোধে শঙ্খের জীবন থেকে সাময়িক সরে আসতে হয়েছিল মোহরকে। চ্যানেলের সোশ্যাল পেজে নেটাগরিকদের অনুরোধ, ‘‘দয়া করে ‘হিয়ান’ জুটির মতো ‘মোহদীপ’কে সরিয়ে নেবেন না। আমরা মোহর-শঙ্খের মিলন দেখতে চাই।’’

Advertisement

লাল বেনারসী, এক গা গয়নায় ‘মোহর’ সোনামণি সাহা যেন নববধূ।

এর পর শুধুই মজা ধারাবাহিক জুড়ে। মোহরের মুখ থেকে পুরো ঘটনা জানার পর তাকে না জানিয়েই বিয়ের তোড়জোড় করেছে দুই পরিবার। এক সময় নিজের বিয়েতে নিজেই নিমন্ত্রণ ছিল সে!
বিয়ের দিনেও কিন্তু উত্তেজনার কমতি নেই চিত্রনাট্যে। শঙ্খের মা অদিতি আজও ব্রাত্য শ্বশুরবাড়িতে। সেই উপেক্ষা তীব্র ছেলের বিয়ের দিনেও। এ দিকে শঙ্খের বাবা ছেলের বিয়ে দেখতে দেখতে নস্টালজিক নিজেদের বিয়ে নিয়ে। চূড়ান্ত রোম্যান্টিক হয়ে তিনিও স্ত্রী অদিতির সঙ্গে ফিরে পেতে চেয়েছেন নিজেদের বিয়ের দিন।

Advertisement

সেই সুরে সুর মিলিয়েছেন ‘মোহদীপ’-এর অনুরাগীরাও। কেউ বলেছেন, ‘এভাবেই ভালবাসাময় হয়ে থাকুক মোহদীপ। জানি চলার পথে অনেক বাধা বিপত্তি আসবে। কিন্তু ওরা এগুলো কাটিয়ে অনেক সুন্দর জীবন কাটাবে।’

আরও পড়ুন: বাস্তবেও ‘উজান’ বিবাহিত? কবে ছেলে হল তাঁর?

অনেকেই ধন্যবাদ জানিয়েছেন চিত্রনাট্যকার, প্রযোজককে, ‘‘মোহর’ টিমের সবাইকে ৩০০তম এপিসোডের অভিনন্দন আর অনেক অনেক শুভেচ্ছা রইল। লীনা গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য।’’

আরও পড়ুন: নাবালিকা বয়সে গার্হস্থ্য হিংসার শিকার, পরিচারিকা থেকে বোল্ড সুপার স্টার সিল্কের মৃত্যু আজও রহস্যেই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement