new Bengali film

অতীত ও বর্তমানের দ্বন্দ্ব, নতুন থ্রিলারে সৌরভ-পায়েলের জুটি, কবে মুক্তি পাবে ছবিটি?

পরিচালক অর্পণ সরকার পরিচালিত ‘গিরগিটি’ ছবিটি মুক্তির অপেক্ষায়। ছবিতে রয়েছে একাধিক চমক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১০
Share:

(বাঁ দিক থেকে) সৌরভ দাস, পায়েল রায় এবং জ্যামি বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

সময়ের সঙ্গে মানুষের রং পাল্টে যায়। সেই সঙ্গে সম্পর্কে আসে নতুন মোড়। এই প্রেক্ষাপটেই তাঁর প্রথম ছবিটি তৈরি করেছেন পরিচালক অর্পণ সরকার। থ্রিলার ঘরানার ছবি, নাম ‘গিরগিটি’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস, পায়েল রায় এবং জ্যামি বন্দ্যোপাধ্যায়।

Advertisement

স্বপ্নপূরণের জন্য কোচবিহার থেকে কলকাতায় আসে তানিয়া। শহরে আসার পর ঘটনাচক্রে তার সঙ্গে রিতেশের প্রেম দানা বাঁধে। রিতেশের প্রাক্তন প্রেমিকার নামও তানিয়া। দু’জনেই নিজেদের একটা ক্যাফে শুরু করে এবং একসঙ্গে থাকাও শুরু করে। সময়ের সঙ্গে রিতেশ বুঝতে পারে, তানিয়ার রহস্যময় অতীত রয়েছে। এরই মাঝে তানিয়াকে অনুসরণ করতে শুরু করে জয় নামের এক ব্যক্তি। তার সঙ্গে তানিয়ার অতীতের কি কোনও প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে? গল্প যত এগিয়ে যেতে থাকে, ঘনীভূত হয় রহস্যের স্তর।

এই ছবি নিয়ে এখনই খুব বেশি তথ্য দিতে নারাজ পরিচালক। কারণ তাঁর মতে, থ্রিলার পর্দায় দেখাটাই শ্রেয়। তবে এই ছবি যে দর্শকের মনে জায়গা করে নেবে, সে কথা স্পষ্ট করলেন পরিচালক। অর্পণের কথায়, ‘‘গিরগিটি রং বদলায়। সেই রকম অনেক মানুষ রয়েছেন চারপাশে যাঁরা সময় মতো গিরগিটির মতোই রং বদলান। এই ছবিতেও সব ক’টি চরিত্র সময় মত রং বদলাচ্ছে ,আর আমরা অনেক সময় সঠিক মানুষকে চিনতে পারি না, ভুল মানুষকেই আমরা কাছের মানুষ মনে করে বিশ্বাস করে ফেলি। পরে যখন জানতে পারি যে সেই মানুষটি ভুল, তখন অনেক দেরি হয়ে যায়।’’

Advertisement

ছবিতে তানিয়া ও রিতেশের চরিত্রে রয়েছেন যথাক্রমে পায়েল এবং সৌরভ। অন্য দিকে, জয়ের চরিত্রে অভিনয় করেছেন জ্যামি। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় ছবির শুটিং সেরেছেন পরিচালক। তিনি জানিয়েছেন, আগামী মার্চ মাস নাগাদ মুক্তি পেতে পারে ছবিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement