Rooqma Ray

পুজোয় গাড়িতেই সফর, রুকমার গন্তব্য উত্তর-পূর্ব ভারত, অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী

বন্ধুদের সঙ্গে গাড়িতেই মেঘালয় ঘুরতে গিয়েছিলেন রুকমা। সফরের একাধিক স্মৃতি ভাগ করে নিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ১৮:৩৩
Share:

রুকমা রায়। ছবি: সংগৃহীত।

দুর্গাপুজোয় এ বছর কলকাতায় ছিলেন না অভিনেত্রী রুকমা রায়। পঞ্চমীর রাতেই ভ্রমণের উদ্দেশ্যে শহর ছেড়েছিলেন অভিনেত্রী। তার পর থেকে সমাজমাধ্যমে অভিনেত্রী তাঁর সফরের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিয়েছেন। উত্তর-পূর্ব ভারতের একাধিক গন্তব্যে গিয়েছেন অভিনেত্রী।

Advertisement

রুকমা জানালেন, বন্ধুদের সঙ্গে গাড়িতেই বেরিয়ে পড়েছিলেন তিনি। কলকাতা থেকে শিলিগুড়ি। তার পর গন্তব্য মেঘালয়। মেঘালয়ের কোথায় কোথায় গিয়েছিলেন তিনি? রুকমা বললেন, ‘‘শিলং, চেরাপুঞ্জি-সহ আরও বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। তবে আরও অনেক জায়গা বাকি রয়ে গিয়েছে। সেগুলো পরের বার এসে ঘোরার ইচ্ছে রয়েছে।’’ শিলং এবং চেরাপুঞ্জিতে এর আগেও গিয়েছেন রুকমা। তবে এ বার কিছু নতুন জায়গাতেও গিয়েছিলেন তিনি।

মেঘালয়ে রুকমা। ছবি: সংগৃহীত।

মেঘালয় মানেই প্রকৃতির হাতছানি। তাই পুজোয় শহরের কোলাহল থেকে দূরে প্রাণ ভরে সময় কাটিয়েছেন রুকমা। বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসও উপভোগ করেছেন। তবে অভিনেত্রী জানালেন, এই সফরে তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে মামলু গুহার অভিজ্ঞতা। রুকমা বললেন, ‘‘দৈর্ঘ্যের নিরিখে এশিয়ার মধ্যে এই গুহাটি চতুর্থ স্থানে রয়েছে। সাত কিলোমিটার লম্বা। চার কিলোমিটার পর্যন্ত যাওয়ার অনুমতি রয়েছে। কিন্তু সময়ের অভাবে পুরোটা ঘুরে দেখতে পারিনি। পরের বার শেষ পর্যন্ত যাওয়ার ইচ্ছা রয়েছে।’’

Advertisement

সম্প্রতি ‘নষ্টনীড় ২’ ওয়েব সিরিজ়ে দর্শক রুকমাকে দেখেছেন দর্শক। তবে এই মুহূর্তে নতুন কাজ নিয়ে কোনও কথা বলতে নারাজ অভিনেত্রী। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা তাঁর। হেসে বললেন, ‘‘আগে কলকাতায় ফিরি। তার পর কাজ নিয়ে ভাবব। আপাতত আমি এই ট্যুরটা উপভোগ করতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement