ঋতুপর্ণাকে লন্ডন থেকে আর কী জানালেন সইফের বোন সাবা? ছবি: সংগৃহীত।
সইফের উপর আক্রমণের ঘটনা শুনে উদ্বিগ্ন টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্যারিস থেকে ফোন করলেন সইফের বোন সাবাকে। সাবার সঙ্গে প্রায়ই কথা হয় অভিনেত্রীর। ঘটনা শুনে প্রাথমিক ভাবে শর্মিলা ঠাকুরের সঙ্গে যোগাযোগ করেন ঋতুপর্ণা। তবে এই জটিল পরিস্থিতিতে তাঁর তরফে উত্তর মেলেনি। আনন্দবাজার অনলাইনকে ঋতুপর্ণা জানালেন, সাবা এই মুহূর্তে লন্ডনে। মুম্বইয়ে না থাকায় হাসপাতালে সইফকে দেখতে যেতে পারছেন না তিনি। তবে খবর পাওয়ামাত্র ঘুম ছুটেছে। সারা রাত জেগে রয়েছেন। প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারের পর দাদা বিপন্মুক্ত হলেও, এখনও নিশ্চিন্ত হতে পারছেন না সাবা। ঋতুপর্ণাকে তিনি জানিয়েছেন, কিছুতেই বুঝতে পারছেন না কী ভাবে বাড়ির অন্দরে এই ঘটনা ঘটল!
বুধবার রাত ২টো নাগাদ সইফ আলি খান ও করিনা কপূর খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢোকে বলে অভিযোগ। ওই ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর ভাবে জখম হন সইফ। শরীরের মোট ছ’জায়গায় গুরুতর আঘাত লাগে তাঁর। হাত, ঘাড়, পিঠে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সইফ আলি খানকে। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে বলে খবর।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, সইফ আলি খানের বাড়ি থেকে বেরোনোর জন্য আপৎকালীন দরজা ব্যবহার করেছিল দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে তাকে ওই আবাসনের সিঁড়িতে দেখা গিয়েছে। চুরির উদ্দেশ্যেই সে ঢুকেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এখনও ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা যায়নি।