জাভেদ আখতারের সঙ্গে ঋতাভরী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
সোমবার দোলের দিন শহরে ছিলেন না ঋতাভরী চক্রবর্তী। চলতি বছরে অভিনেত্রী দিনটা কাটিয়েছেন মুম্বইয়ে। প্রত্যেক বছর মুম্বইয়ে বিশেষ হোলি পার্টির আয়োজন করেন জাভেদ আখতার। সোমবার নিমন্ত্রণ রক্ষা করতে বর্ষীয়ান গীতিকারের জুহুর বাড়িতে পৌঁছেছিলেন ঋতাভরী। রং খেলার পাশাপাশি দীর্ঘ ক্ষণ গীতিকারের সঙ্গে আলাপচারিতায় কেটেছে ঋতাভরীর। মঙ্গলবার কলকাতার বিমান ধরার আগে আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন ঋতাভরী।
মঙ্গলবার মুম্বইয়ে একটি হোলির অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী নিকিতা গান্ধীর সঙ্গে পারফর্ম করেন সম্বিত চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠান দেখতে দিদি চিত্রাঙ্গদা শতরূপার সঙ্গে হাজির হয়েছিলেন ঋতাভরী। উল্লেখ্য, চিত্রাঙ্গদা ও সম্বিত দম্পতি। ঋতাভরী বললেন, ‘‘ওখানে কিছুটা রং খেলে তার পর একাই জাভেদজির বাড়িতে গিয়েছিলাম। ওঁদের আতিথেয়তায় আমি মুগ্ধ।’’
এই প্রথম জাভেদের পরিবারের হোলি পার্টিতে পা রাখলেন ঋতাভরী। অভিনেত্রী জানালেন, ওই পার্টিতে পরিবারের তরফে শাবানা আজ়মি, ফারহান আখতার, শিবানী দাণ্ডেকর ছাড়াও বলিউডের আরও অনেকেই উপস্থিত ছিলেন। জাভেদের সঙ্গে আলাদা করে বেশ কিছু ক্ষণ কথা বলেছেন ঋতাভরী। বললেন, ‘‘ওঁর মতো জ্ঞানী মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি খুব খুশি। রসবোধ অন্য স্তরের। অফুরান এনার্জি। এই বয়সেও সকলের সঙ্গে সেলফি তুলছেন। রং খেলছেন। না দেখলে বিশ্বাস করা কঠিন।’’
ঋতাভরী বাঙালি অভিনেত্রী। তাই জাভেদ বেশি করে কলকাতার প্রসঙ্গ উত্থাপন করেছেন। ঋতাভরী বললেন, ‘‘সুনীল গঙ্গোপাধ্যায় ওঁর বন্ধু ছিলেন। এমনকি, সুনীলের লেখা তিনি অনুবাদ করেছেন বলেও জানালেন।’’ এ ছাড়াও কলকাতা বইমেলার প্রশংসা করেন জাভেদ। ঋতাভরী বললেন, ‘‘পশ্চিমবঙ্গে এখনও লেখক বা কবিদের বাড়ি সংরক্ষণ করা হয়। তার জন্য তিনি উচ্ছ্বসিত।’’ কারণ ঋতাভরী জানালেন, জাভেদ বিশ্বাস করেন দেশের অন্য কোনও শহরে শিল্পীদের স্মৃতি সংরক্ষণে পশ্চিমবঙ্গের মতো অগ্রণী ভূমিকা দেখা যায় না।
ঋতাভরী জানালেন, জীবনদর্শন ছাড়াও নতুন প্রজন্মের বেড়ে ওঠা, বর্তমান সমাজে প্রতিবাদের ভাষা প্রসঙ্গেও জাভেদ তাঁর মতামত অভিনেত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। শুধু তা-ই নয়, বাড়িতে আসার আগাম আমন্ত্রণও জানিয়েছেন। ঋতাভরী বললেন, ‘‘ওঁর মতো মানুষ যে আমার সঙ্গে আলাদা করে এত ক্ষণ কথা বলেছেন, এটা ভেবেই আমি উচ্ছ্বসিত। ওঁর সঙ্গে সাক্ষাৎ আমার জীবনে দোলের সেরা উপহার।’’ একই সঙ্গে ঋতাভরী যোগ করলেন, ‘‘আমার কাছে এত দিন কাজের দৌলতে ওঁর পরিবারের সদস্যেরা সম্মানের স্থান দখল করেছিলেন। এ বার সম্মানটা আরও বেড়ে গেল।’’
মঙ্গলবার কলকাতায় ফিরে আসছেন ঋতাভরী। অভিনেত্রী জানালেন, মুম্বইয়ে বাবা সিদ্দিকির চর্চিত ইফতার পার্টিতেও গিয়েছিলেন তিনি। শহরে ফিরে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘বহুরূপী’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন ঋতাভরী।