Anuradha Mukherjee

‘যৌনমিলন যেন ভালবেসে পোশাক কেনার মতো বিষয় হয়ে উঠেছে’, বিচ্ছেদময় ইন্ডাস্ট্রিতে কেন বললেন অনুরাধা?

সম্পর্কে সময় না দেওয়ার জন্যই চারপাশে বিচ্ছেদের হার বেড়েছে বলে মনে করেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। তাঁর মতে, যৌনতা নিয়ে এখনও সমাজে নারীকে কোণঠাসা করার চেষ্টা করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৬:২১
Share:
image of actress Anuradha Mukherjee

অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্য়ায়। ছবি: সংগৃহীত।

সময়ের সঙ্গে সঙ্গে সমাজে নরনারীর সম্পর্কের বিস্তর নতুন সংজ্ঞা প্রকাশ্যে আসছে। প্রেম থেকে বিচ্ছেদ বা বিবাহ— সমকালীন সমাজে তার সংবেদ বদলে গিয়েছে। সেখানে অনেক সময়েই সম্পর্কে নৈকট্য এবং যৌনতাকে গুলিয়ে ফেলা হয় বলে মনে করেন টলিপাড়ার অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।

Advertisement

অনুরাধা মনে করেন, যৌনতাকে ঘিরে এখনও সমাজে অহেতুক নানা ছুতমার্গ রয়েছে। ‘নীহারিকা’ খ্যাত অভিনেত্রী বললেন, ‘‘এখনও মহিলারা কোনও ছবি সমাজমাধ্যমে পোস্ট করলেই যৌন আঙ্গিক খোঁজার চেষ্টা করা হয়। তার পর শুরু হয় ট্রোলিং!’’ অনুরাধা মনে করেন, যৌনতা সম্পর্কের একটা অংশ। কিন্তু সম্পর্কে দুই ব্যক্তির নৈকট্য মানেই যৌনতা নয়। অভিনেত্রী বললেন, ‘‘সম্পর্কে জড়ালে শারীরিক নৈকট্য তৈরি হতেই পারে। তার পর দেখা গেল, সেখানে মনের মিল নেই।’’ অনুরাধার মতে, এই জন্যই এখন সমাজে বিচ্ছেদের হার বেড়েছে। কারণ, বর্তমান প্রজন্ম সম্পর্কে সময় দিতে নারাজ। সকলেই চটজলদি ফলের আশায় থাকেন।

বর্তমান গতিময় সমাজের সঙ্গে অতীতের সামাজিক সম্পর্কে পার্থক্য রয়েছে বলেই মনে করেন অনুরাধা। অভিনেত্রীর কথায়, ‘‘যৌনমিলন তো এখন ভালবেসে পোশাক কেনার সমতুল্য হয়ে গিয়েছে! কাউকে পছন্দ হল। তার পর শারীরিক নৈকট্য তৈরি হল।’’ এরই সঙ্গে পাল্টা যুক্তিও তুলে ধরলেন অনুরাধা। বললেন, ‘‘কিন্তু একটা সময় পর শারীরিক আকর্ষণ তো কমে যায়। তখন দেখা যায় যে, মানুষটার সঙ্গে হয়তো মনের মিলই নেই।’’

Advertisement

তা হলে অনুরাধার কাছে নৈকট্যের সংজ্ঞাটি কী রকম? এই প্রসঙ্গে সমাজমাধ্যমে একটি পোস্টও করেছেন তিনি। অনুরাধা লিখেছেন, ‘‘মানুষ ভাবে, নৈকট্য মানেই তার সঙ্গে যৌনমিলনের যোগসূত্র রয়েছে। কিন্তু নৈকট্যের সঙ্গে সত্যের যোগ রয়েছে। যখন কেউ অন্যকে তার সত্য বলার উপলব্ধি করে, যখন কেউ অন্যের সামনে খোলাখুলি দাঁড়ানোর পর উল্টো দিক থেকে উত্তর আসে যে ‘তুমি আমার কাছে সুরক্ষিত রয়েছ’— সেটাই আসলে নৈকট্য।’’

গত এক বছরে টলিপাড়ায় একাধিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। অনুরাধা বললেন, ‘‘বিবাহবিচ্ছেদ নিয়েও সমাজমাধ্যমে যে কী হচ্ছে, তা তো দেখতেই পাচ্ছি আমরা! সম্পর্কগুলোই যেন আগাছার মতো হয়ে গিয়েছে। গজিয়ে উঠল। তার পর মনে হল, কেটে দিলাম!’’

দর্শক এই মুহূর্তে অনুরাধাকে ‘তুমি আমার হিরো’ ধারাবাহিকে দেখছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘চেক ইন চেক আউট’ ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement