Entertainment news

‘তাঁর মৃত্যুতে শূন্যতা অনুভব করছি’, টুইট মাধুরী দীক্ষিতের

এই শোকাবহ পরিস্থিতিতে তাপস পালের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৪৫
Share:

অবোধ ফিল্মের একটি দৃশ্য।

অভিনেতা তাপস পালের প্রয়াণে শোকপ্রকাশ করলেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। এই শোকাবহ পরিস্থিতিতে তাপস পালের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

Advertisement

তাপস পালের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার বেলা ১টা ১৭ মিনিটে টুইটে মাধুরী দীক্ষিত লিখেছেন, "অনেকের মতোই তাপস পালের মৃত্যুতে শূন্যতা অনুভব করছি। আমার প্রথম কাজ ওঁর সঙ্গেই। ঈশ্বরের কাছে প্রার্থনা, এই কঠিন সময়ে তাঁর পরিবারের সদস্যদের শান্তি দিন।"

বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা মঙ্গলবার ভোরে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

Advertisement

আরও পড়ুন: কলকাতায় ফেরা হল না, মুম্বইয়ে জীবনাবসান তাপস পালের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement