‘দুর্গা’ ধারাবাহিকে ঋষি কৌশিকের লুক। ছবি: সংগৃহীত।
এই মুহূর্তে তিনি মুম্বইতে। গত কয়েক মাস ঋষি কৌশিক হিন্দি ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত। সোমবার থেকে শুরু হয়েছে কালার্স টিভির নতুন ধারাবাহিক ‘দুর্গা’। এই ধারাবাহিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ঋষি। তাঁর লুকও এখানে একেবারেই অন্য রকম। আনন্দবাজার অনলাইনের কাছে নতুন সফরের আখ্যান শোনালেন অভিনেতা।
গত জুলাই মাসে এই ধারাবাহিকের প্রোমোর জন্য আউটডোরে রাজস্থানে বেশ কিছু দিন কাটিয়েছিলেন ঋষি। কিন্তু, তখন নতুন কাজ নিয়ে কিছুই খোলসা করতে রাজি ছিলেন না তিনি। এই ধরাবাহিকে অভিনেতা তাঁর লুকের যে ঝলক সমাজমাধ্যমে প্রকাশ করেছেন, সেখানে তাঁকে রাজস্থানি পোশাকে দেখা যাচ্ছে। মাথায় পাগড়ি, কপালে তিলক এবং সঙ্গে মানানসই রুপোলি গয়না। ঋষি বললেন, ‘‘অনুরাগীদের থেকে খুব ইতিবাচক মন্তব্য পেয়েছি। কারণ, আমাকে এই ভাবে তাঁরা আগে দেখেননি। বিশেষ করে বাংলায় আমার দর্শকের কাছে এই লুকটা যে বড় চমক, সেটা বেশ বুঝতে পারছি।’’
সোমবার থেকে শুরু হয়েছে ধারাবাহিকের সম্প্রচার। রাজস্থানের গ্রামের প্রেক্ষাপটে কাহিনি। ঋষি জানালেন, গল্পে তিনি খল চরিত্রে অভিনয় করছেন। চরিত্রের নাম রাজেশ। তবে চরিত্র নিয়ে বেশি কিছু খুলে বলতে না চাইলেও ঋষি বললেন, ‘‘নায়কের বাবা শক্তিশালী রাজনীতিক। আমি তার সহায়ক। আরও অনেক চমক রয়েছে। সেটা দর্শক গল্প দেখার সঙ্গে সঙ্গে আবিষ্কার করবেন।’’
তবে এই ধারাবাহিকের জন্য নিজেকে আলাদা ভাবে প্রস্তুতি নিতে হয়েছে ঋষিকে। রাজস্থানের প্রেক্ষাপটে গল্প বলেই একাধিক চরিত্র স্থানীয় ভাষার সঙ্গে হিন্দি মিশিয়ে কথা বলে। তাই সংলাপ বলার ধরন একটু আলাদা। রাজেশ চরিত্রটিও সে রকম ভাবেই কথা বলে জানালেন ঋষি। তবে তাঁর যুক্তি, ‘‘জাতীয় পর্যায়ের দর্শকের কথা মাথায় রেখে ধারাবাহিকটি তৈরি। তাই সংলাপে হিন্দির প্রভাব বেশি, যাতে সকলেই বুঝতে পারেন। আমার জন্য নতুন চ্যালেঞ্জ। চেষ্টা করছি। বাকিটা দর্শক বলবেন।’’
সম্প্রতি হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ অভিনয় করেছেন ঋষি। তার পরেই ‘দুর্গা’। আপাতত মাসের সিংহভাগ সময়ই তাঁকে শুটিংয়ের জন্য মুম্বইয়ে কাটাতে হবে। তবে পুজোর আগে তিনি শহরে ফিরে আসবেন বলে আশাবাদী।