Upcoming Bengali web series

নতুন ওয়েব সিরিজ়ে জুটি বাঁধছেন অরুণিমা ও গৌরব, প্রেক্ষাপট কমেডি, কবে থেকে শুরু হবে শুটিং?

পরিচালক অরিন্দম চক্রবর্তী নতুন ওয়েব সিরিজ়ের প্রস্তুতি নিচ্ছেন। সিরিজ়ে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অরুণিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ১৫:০৬
Share:
Image of Arunima Ghosh, Ashim Roy Chowdhury and Gaurav Chakrabarty

নতুন ওয়ের সিরিজ়ে দেখা যাবে (বাঁ দিক থেকে) অরুণিমা ঘোষ, অসীম রায়চৌধুরী এবং গৌরব চক্রবর্তীকে। ছবি: সংগৃহীত।

বাংলা ওয়েব সিরিজ়ে পাল্লা দিয়ে বাড়ছে থ্রিলার এবং ভৌতিক গল্পের আধিক্য। নতুন একটি ওয়েব সিরিজ় তৈরি হচ্ছে, যার প্রেক্ষাপট অবশ্য কমেডি। নির্মাতারা এখনও পর্যন্ত এই সিরিজ় সংক্রান্ত তথ্যকে আড়ালে রেখেছেন। তবে শোনা যাচ্ছে, সিরিজ়ে জুটি বাঁধতে চলেছেন অরুণিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী। পরিচালক অরিন্দম চক্রবর্তী।

Advertisement

সিরিজ়ের গল্পটি কী রকম গল্প? সূত্রের খবর, দুই পরিবারের দ্বন্দ্বের প্রেক্ষাপটে মজার গল্প বুনেছেন পরিচালক। গল্পে অরুণিমার বাবার চরিত্রে অভিনয় করছেন অসীম রায়চৌধুরী। অন্য দিকে গৌরবের মায়ের চরিত্রের জন্য অভিনেতা এখনও চূড়ান্ত হয়নি। নায়ক-নায়িকা থাকলেও এই দুই বাবা-মা কে কেন্দ্র করেই মূল গল্প এগোবে।

ওটিটি মাধ্যম ‘ফ্রাইডে’র জন্য তৈরি হচ্ছে এই সিরিজ়। এই মাধ্যমের জন্য এর আগে ‘আমি নন্দিনী’ সিরিজ়টি পরিচালনা করেছিলেন অরিন্দম। সেই সিরিজ়ে অভিনয় করেছিলেন সৌরভ দাস, শ্বেতা ভট্টাচার্য এবং অলিভিয়া সরকার। থ্রিলারের পর এ বার কমেডিতে ফিরছেন পরিচালক। দর্শকের তা পছন্দ হয় কি না, দেখা যাক। সিরিজ়ের নাম এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, সোমবার এই সিরিজ়ের লুকসেট হওয়ার কথা। তার পর আগামী বুধবার থেকে শুরু হবে শুটিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement