Mithai

শীত জমজমাট মনোহরা, পিঠেপুলিতে, দেখে নিন ‘মিঠাই মোমেন্টস’

আগামী ৪ জানুয়ারি ‘মিঠাই’ আসছে জি বাংলায়। কেমন চলছে প্রস্তুতি?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ১৮:৫২
Share:

মিঠাই সিরিয়াল

কাউন্টডাউন শুরু। আগামী ৪ জানুয়ারি ‘মিঠাই’ আসছে জি বাংলায়। কেমন চলছে প্রস্তুতি?

Advertisement

চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ‘মিঠাই মোমেন্টস’ ভিডিয়ো বলছে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির শ্যুটিং স্পট আপাতত মোদক বাড়ি ‘মনোহরা’। বাড়ি ঘিরে মস্ত বাগান। চারিদিকে বড় বড় গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়ার ভিড়। ভোরের কুয়াশা ভাল করে সরার আগেই বাড়ি গমগমে পরিবারের লোকজনের ভিড়ে।

এই বাড়িতেই পা রাখবে আর এক মিষ্টি বিক্রেতা মিঠাই!

Advertisement

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

সকাল থেকেই ঝাড়পোঁছ চলছে গোটা বাড়ির। নতুন আলো, শেড লাগানো চলছে। সাজানো হচ্ছে বাগান। আটপৌরে শাড়ি, মাথায় মিষ্টির হাঁড়ি নিয়ে সেজেগুজে তৈরি ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডুও। ভোর ভোর কলটাইম পেয়ে বেজার হওয়ার বদলে ভারী খুশি নতুন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা। কেন?শীতের সকালের কলটাইম নাকি তাঁদের মনে পিকনিকের অনুভূতি এনে দিয়েছে!

স্পটে পৌঁছেই মোদক বাড়ির আধুনিক মেয়ে ‘শ্রীতমা’ ওরফে দিয়া মুখোপাধ্যায় শুরু করে দিয়েছেন মেকআপ নিতে। আর এক অভিনেতার দাবি, শীতে এ বছর পাহাড়ে বেড়াতে যেতে পারেননি। সেই স্বাদ অনেকটাই মিটিয়ে দিচ্ছে মিঠাইয়ের শ্যুটিং। উত্তুরে হাওয়া, কুয়াশা মোড়া সকাল, মরসুমি ফুল দেখতে দেখতে মন ভাল হয়ে গিয়েছে তাঁর!

আরও পড়ুন: খড়কুটো’-য় মুখোমুখি প্রেমিকা আর নতুন বউ, কার পক্ষ নেবে সৌজন্য?

সেট জুড়ে বসানো আলো। ক্যামেরায় শেষ মুহূর্তে চোখ রেখে দেখে নিচ্ছেন ক্যামেরাম্যান। মেকআপে ফাইনাল টাচ ‘সিদ্ধার্থ’ আদৃত রায়, মোদক বাড়ির কর্তা বিশ্বনাথ চক্রবর্তীর। এরই মাঝে সবাই পরিচালকের কাছ থেকে বুঝে নিচ্ছেন তাঁদের সংলাপ। তোলা হচ্ছে পরিবারের গ্রুপ ফটো। শুরু থেকেই মোদক পরিবারের সঙ্গে ভারী সুন্দর ভাবে মিশে গিয়েছে মিঠাই।

আক্ষেপ একটাই, বাড়ির সবাই তার হাতের তৈরি মিষ্টির প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু একটা মনোহরাও নাকি চেখে দেখার সুযোগ পায়নি বেচারি মিঠাই!

আরও পড়ুন: লাল-নীল বিকিনি পরা কঙ্গনা রানাউতের ছবি পোস্ট হতেই উত্তাল সোশ্যাল মিডিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement