Pori Moni

বিবাহবিচ্ছেদ ছিল সময়ের অপেক্ষা, ফের যে কারণে জোড়া লাগল পরীমণি-রাজের সম্পর্ক

কোন জাদুবলে এক হলেন পরীমণি-রাজ! এমনই নানা কৌতূহল তাঁর অনুরাগীদের মধ্যে। অবশেষে কারণ প্রকাশ্যে আনলেন খোদ পরীমণিই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ২১:১৪
Share:

বিচ্ছেদ ভুল ফের সংসারী রাজ-পরীমণি। ছবি: ফেসবুক

নতুন বছরের শুরুতেই বিচ্ছেদ। স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমণির বিয়ে ভাঙার খবেরে হইহই কাণ্ড বাংলাদেশে। কিন্তু সপ্তাহ ঘুরতে পারেননি এই ঘটনার। তার আগেই মিলনের খবর। জানান অভিনেত্রী শিরিন শিলা। বছরশেষে একের পর এক ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী। স্বামীর বিরুদ্ধে শাশুড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মতো গুরুতর অভিযোগ আনেন। রাজও সাফ জানিয়ে দেন তাঁদের সম্পর্ক ভাঙার আর কোনও সম্ভবনা নেই। তা হলে ফের কোন জাদুবলে এক হলেন তাঁরা! এমনই নানা কৌতূহল তাঁর অনুরাগীদের মধ্যে। অবশেষে কারণ প্রকাশ্যে আনলেন খোদ পরীমণিই।

Advertisement

শুক্রবার বাংলাদেশের সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘‘তিন দিন ধরে আমরা এক ছাদের তলায় আছি, ভাল আছি। আমি মা হয়েছি, রাজ্যের জন্য সুন্দর ভাবে বাঁচতে চাই। রাজ্যই এখন সব কিছু।’’

পরীমণির স্বামীর গলায় একই সুর তাঁর কথায়, ‘‘আমাদের সন্তানই বেঁচে থাকার নিশ্বাস। তাঁকে ঘিরেই বেঁচে থাকা। যেখানেই থাকি তার টানেই ফিরতে হবে আমাকে।’’ পরিষ্কার ভাবেই বোঝা যায় দুজনের সম্পর্কে যোগসূত্র যে ছোট্ট রাজ্য। তার জন্য জোড়া লাগল ভেঙে যাওয়া সম্পর্ক। কিন্তু এর পরও যদি সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কী পদক্ষেপ নেবেন অভিনেত্রী? পরীমণির সাফ জবাব, ‘‘যদি শেষ পর্যন্ত সম্পর্ক না টেকে, তাহলে চাইব রাজ যেখানে থাকুক, যাতে সুন্দরভাবে বাঁচেন। সে আমার সন্তানের বাবা, তাঁর দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement