‘মনপতঙ্গ’ ছবিতে সীমা বিশ্বাস। ছবি: সংগৃহীত।
২০২৩-এ জাতীয় মঞ্চে পুরস্কৃত হওয়ার সময়ই প্রযোজক অঞ্জন বসু ঘোষণা করেছিলেন, ২০২৪-এর শেষে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর ছবি ‘মনপতঙ্গ’। যে ছবি ফুটপাথবাসীদের জীবন, তাঁদের স্বপ্ন, স্বপ্নভঙ্গের গল্প বলবে। গত বছরের শেষে ছবিমুক্তির সময় কিছু সমস্যা তৈরি হয়। যার জেরে ‘মনপতঙ্গ’ বাংলা বিনোদন দুনিয়ার আকাশে নিজেকে মেলে ধরতে পারেনি। বৃহস্পতিবার কলকাতায় এসেছিলেন ছবির অন্যতম অভিনেত্রী সীমা বিশ্বাস। অনেক বছর পরে তিনি একাডেমিতে তাঁর নিজের হিন্দি নাটক ‘স্ত্রীর পত্র’ মঞ্চস্থ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই নাটকে তিনি ‘মৃণালিনী’। এটি তাঁর একক উপস্থাপনা। মঞ্চ থেকে এ দিন তিনি ঘোষণা করেন, “শুক্রবার থেকে ‘মনপতঙ্গ’ নন্দনে মুক্তি পাচ্ছে। এক দিকে খুশির আভাস, অন্য দিকে মনখারাপ। খুশি এই কারণে যে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। মনখারাপ, আমি উপস্থিত থাকতে পারব না।” নন্দনে ‘মনপতঙ্গ’-এর পাশাপাশি মুক্তি পাচ্ছে উত্তমকুমারের ‘নায়ক’, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’, ‘মায়ানগর’, ‘আসলে গ্রিস আমাদের দেশ নয়’, ‘পরিচয় গুপ্ত’।
নন্দনে ছবিমুক্তির খবর আনন্দবাজার ডট কমকে প্রথম জানান ছবির প্রযোজক। স্বাভাবিক ভাবেই খুশির ছোঁয়া অঞ্জনের কন্ঠে। তিনি বলেন, “দর্শক প্রায়ই জানতে চান, কবে নন্দনে ‘মনপতঙ্গ’ মুক্তি পাবে। তাঁদের ইচ্ছেপূরণ হতে চলেছে। ভাল লাগছে।” ছবিটি নন্দন ২-তে দুপুরের শো-এ দেখানো হবে। নন্দন-১ হলে বেশি খুশি হতেন? ওখানে দর্শকাসন বেশি। বর্ষীয়ান প্রযোজক অবশ্য ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাসী। তাঁর পাল্টা দাবি, লোকমুখে প্রচার ইদানীং অনেক ছবির ভাগ্য বদলে দিয়েছে। যেমন ‘মানিকবাবুর মেঘ’। ছবিটি প্রথমে নন্দন-২তে মুক্তি পেয়েছিল। পরে সেটি নিজগুণে নন্দন-১-এ জায়গা করে নেয়। তিনিও তেমন কিছুই আশা করছেন।
ছবি তৈরির পর দু’বছর কেটে গিয়েছে। ‘মনপতঙ্গ’র মুক্তি নানা কারণে ক্রমাগত পিছিয়েছে। ইতিমধ্যেই আরও বাংলা ছবি তৈরি হয়েছে, মুক্তি পেয়েছে। তার মধ্যে অনেকগুলো ব্যবসায়িক দিক থেকেও সফল। ‘মনপতঙ্গ’-এর কথা ক’জন দর্শক মনে রেখেছেন?
আনন্দবাজার ডট কম প্রশ্ন রেখেছিল ছবির পরিচালক জুটির অন্যতম শর্মিষ্ঠার কাছে। তিনি জবাবে ছোট্ট উদাহরণ দিয়েছেন। কথাপ্রসঙ্গে জানিয়েছেন সীমা বিশ্বাসের কলকাতায় আগমনের কথা। বলেছেন, “বৃহস্পতিবার অ্যাকাডেমিতে সীমাদির নাটক ছিল। আমরা দর্শকাসনে। বিরতির সময় নিজে থেকেই কয়েক জন দর্শক আমাদের চিনতে পারলেন। আমাদের ‘কালকক্ষ’-এর প্রশংসা করলেন। ‘মনপতঙ্গ’র মুক্তি প্রসঙ্গে জানতে চাইলেন। নন্দনে মুক্তি পাচ্ছে শুনে খুব খুশি।” পরিচালকের দাবি, এত দিন পরেও দর্শক যখন ছবির কথা জানতে চাইছেন তা হলে নন্দনে নিশ্চয়ই তাঁরা দেখতে যাবেন। ইতিমধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে।