বক্স অফিসে দুই ছবির ধুন্ধুমার। ‘বাহুবলী’-র সঙ্গে জোর টক্কর চলছে ‘বজরঙ্গি ভাইজান’-এর। কিন্তু যুযুধান এই দুই ছবি ‘জন্মসূত্রে’ যে এক শিকড়ে গাঁথা, সে কথা ক’জনই বা জানতেন !
দুই ছবির সাড়া জাগানো সাফল্যের মধ্যেই প্রকাশ্যে এল, দু’টি গল্পেরই রচয়িতা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি ‘বাহুবলী’-র পরিচালক এস এস রাজামৌলির বাবা। ‘বাহুবলী’ না হয় তাঁর ছেলের ক্যামেরায় বন্দি হয়েছে। কিন্তু ‘বজরঙ্গি ভাইজান’ নিয়ে তিনি বেশ কয়েক জন পরিচালকের সঙ্গে আলোচনা করেন। শেষ পর্যন্ত পরিচালক কবীর খান ছবিটি করার সিদ্ধান্ত নেন। ২০১২ সালে অক্ষয় কুমারের সুপারহিট ছবি ‘রাউডি রাঠৌর’-এর লেখকও বিজয়েন্দ্র প্রসাদ। এ ছাড়াও ‘মগধীরা’ বা ‘রাজান্না’-র মতো বক্স অফিস কাঁপানো দক্ষিণী ছবির কাহিনিকারও তিনি।
দক্ষিণ বা বলিউড, ছবি নিশ্চিত হিট করানোর সূত্রটা যে বিজয়েন্দ্রর কলমে পাওয়া গিয়েছে, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না।