গ্রাফিক: অসীম রায় চৌধুরী
‘জলসা’-য় থাবা করোনার। অমিতাভ বচ্চন থেকে ছেলে অভিষেক, বউমা ঐশ্বর্যা, নাতনি আরাধ্যা... সবাই আক্রান্ত। নেগেটিভ শুধু জয়া বচ্চন।
বলিউড দুশ্চিন্তায় ভুগছে। সিনেপাড়ার প্রভাবশালী পরিবারের জন্য উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। টলিউডের প্রতিক্রিয়া কী?
রোগটি আর হেলাফেলার জায়গায় নেই
বিগ বি-র সঙ্গে ‘লাস্ট লিয়র’ আর ‘পিকু’ ছবিতে কাজ করেছেন টলিপাড়ায় হ্যান্ডসাম হিরো যিশু সেনগুপ্ত। খবর পাওয়ার পরেই কী মনে হচ্ছে জানতে, আনন্দবাজার ডিজিটাল যোগাযোগ করেছিল তাঁকে। যিশুর উত্তর, ‘‘সবার সবার মতো আমিও চিন্তিত। সবার মতো আমিও ওঁদের দ্রুত আরোগ্য কামনা করি। অমিতজি দ্রুত ভর্তি হয়েছেন হাসপাতালে। নিজে এই খবর জানিয়েছেন সবাইকে সজাগ করতে। এমন সচেতনতা ওঁকেই মানায়। খবর দিয়ে যেন বুঝিয়ে দিলেন, রোগটি আর হেলাফেলার জায়গায় নেই। আরও সতর্ক হতে হবে সবাইকে।’’
নিজেকে নিয়ে কতটা চিন্তিত তিনি? আত্মবিশ্বাস ঝরল যিশুর গলায়। বললেন, ‘‘ভয় পাচ্ছি না। বরং সতর্কতা আরও বাড়াচ্ছি। কারণ, আমার বাড়িতেও বয়স্ক মানুষ রয়েছেন। শাশুড়ি অঞ্জনা ভৌমিক অসুস্থও। সঙ্গে দুই মেয়েও রয়েছে। ফলে, সবার মুখ চেয়ে মাস্ক, স্যানিটাইজার, বাইরে বেশি না বেরনোর মতো সাবধানতাগুলো আরও বেশি করে মানছি কাল থেকে।’’
'অনেক খারাপ সময় জিতে পেরিয়ে এসেছেন, এ বারেও পারবেন'
‘পিকু’ ছবির দৌলতে কাছ থেকে অমিতাভকে দেখেছেন গায়ক অনুপম রায়। অমিতাভ বচ্চন তো বটেই অভিষেকের সঙ্গেও তিনি কাজ করছেন ‘বব বিশ্বাস’ ছবিতে। ফলে, খবর জানার পর থেকেই তাঁর মনখারাপ। অনুপম জানালেন, 'পিকু' ছবির কাজের সময় কাঁধে হাত দিয়ে তাঁর কাজের আন্তরিক প্রশংসা করেছিলেন অমিতাভ। খুব সামান্যই কথা হয়েছিল যদিও তবু অভিনয় দুনিয়ার ‘মহীরুহ’ বিগ বি কোনওদিনই খারাপ ব্যবহার করেননি।
A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on
ঋতাভরী চক্রবর্তী যদিও আশাবাদী। তাঁর কথায়, “অমিতাভজি আজন্ম যোদ্ধা। অনেক খারাপ সময় জিতে পেরিয়ে এসেছেন। এ বারও তাই হবে।”
'শাহেনশাহ-র মতোই জিতে ফিরুন অমিতজি...'
বচ্চন পরিবারের জন্য শুভ কামনা জানিয়েছেন টলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাও। ইনস্টায় বিগ বি এবং ছোটা বি-র হাসিমুখের ছবি পোস্ট করে তাঁর প্রার্থনা, খুব দ্রুত এই মুখ দুটোই তিনি আবার দেখতে চান। অভিনয়ের ‘ঈশ্বর’ দ্রুত সুস্থ হয়ে তাঁর রাজ্যপাট সামলান আবার আগের মতো।
শুধু বড় পর্দার অভিনেতারাই নন, অমিতাভ এবং অভিষেকের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেতা রুবেল দাস এবং রিজওয়ান রব্বানি শেখ। রিজওয়ান তাঁর সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, কোভিড যুদ্ধে শাহেনশার মতোই জিতে ফিরুন অমিতজি।সিনে মহল থেকে ক্রিকেট মহল, সাধারণ থেকে সেলেব...সবার এখন একটাই চাওয়া। ‘দ্রুত সুস্থ হয়ে উঠুক বচ্চন পরিবার’...