(বাঁ দিক থেকে) ইরফান খান, বাবিল খান এবং অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।
বাবা যদি সফল হন, তা হলে পুত্রের সঙ্গে তাঁর তুলনা টানা স্বাভাবিক। একই ঘটনা ঘটেছে ইরফান খানের পুত্র বাবিল খানের সঙ্গে। বাবিলকে দর্শক ‘কালা’ এবং ‘দ্য রেলওয়ে ম্যান’ ওয়েব সিরিজ়ে দেখেছেন। সম্প্রতি ছেলেকে নিয়ে মুখ খুলেছেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার।
সুতপা জানিয়েছেন ইরফানের সঙ্গে প্রতিনিয়ত বাবিলের তুলনা করা হয়, যা তিনি ভাল চোখে দেখেন না। সুতপা বলেন, ‘‘এটা হওয়া উচিত নয়। ইরফানের ক্ষেত্রে কখনও এটা ঘটেনি। আসলে যখন কোনও রকম চাপ থাকে না, তখনই কোনও ব্যক্তি তাঁর প্রকৃত প্রতিভাকে তুলে ধরতে পারেন।’’
সুতপার মতে, শুধু কাজের ক্ষেত্রেই নয় অল্প বয়সে বাবাকে হারিয়েছেন বলে, বাবিলের উপর ক্রমাগত চাপ বা়ড়ছে। সুতপার কথায়, ‘‘ও তো অবসাদে ভুগছে। বাবিল খুবই নমনীয়, লড়াই করার ক্ষমতা ওর নেই।’’ কথা প্রসঙ্গেই নিজের ছেলের সঙ্গে অভিষেক বচ্চনের তুলনা টানেন সুতপা। কারণ, অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক। তাই বাবার সঙ্গে তাঁর সব সময়েই তুলনা টানা হয়।
সুতপা বলেন, ‘‘অভিষেক বচ্চন সম্প্রতি ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অসামান্য অভিনয় করেছেন। কিন্তু অমিতাভ বচ্চনের সঙ্গে সব সময় তুলনা তাঁর বিপক্ষে যায়। আমার মতে, বাবিলও একই রকম একটা পর্যায়ের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে।’’ সুতপার আশা, সময়ের সঙ্গে বাবিল এই কঠিন সময় কাটিয়ে উঠবেন।