Ayushman Khurrana

ডক্টর জী! ফের ছকভাঙা নতুন চরিত্র নিয়ে হাজির আয়ুষ্মান

ফের নতুন চরিত্র তাঁর ঝুলিতে। কাজ শুরু হল আগামী ছবি ‘ডক্টর জী’-র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৬:১৬
Share:

আয়ুষ্মান খুরানা

রঙিন প্যালেটে আরও একটি নতুনরং জুড়তে চলল। বলিউডে পা দেওয়ার মাত্র আট বছরের মধ্যে তাঁর ফিল্মোগ্রাফি যে রূপ নিয়েছে, তা প্রশংসনীয়। তাঁর অভিনীত চরিত্রগুলির বৈচিত্র অন্য অভিনেতাদের কাছে যে ঈর্ষণীয়, তা একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন বলি তারকারা। তিনি আয়ুষ্মান খুরানা।

Advertisement

ফের নতুন চরিত্র তাঁর ঝুলিতে। কাজ শুরু হল আগামী ছবি ‘ডক্টর জী’-র। চিত্রনাট্যের ফাইলটির ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করলেন আয়ুষ্মান। উপরে বড় বড় করে ছবির শিরোনামটি লেখা।

‘জংলি পিকচার্স’ প্রোডাকশন হাউসের এই ছবির পরিচালনায় রয়েছেন অনুভূতি কাশ্যপ। অ্যামাজন প্রাইম-এ‘আফসোস’ ছবিটি বানিয়েছিলেন তিনি। গল্প বুননের দায়িত্বে সুমিত সাক্সেনা। এর আগে ‘লাস্ট স্টোরিজ’-এ কর্ণ জোহরের ছবিটি লিখেছেন সুমিত। এ ছাড়াও ‘পেয়ার কা পঞ্চনামা’ তাঁর লেখা।

Advertisement

A post shared by Ayushmann Khurrana (@ayushmannk)

এক সাক্ষাৎকারে খুরানা জানিয়েছেন, ‘ডক্টর জী-র চিত্রনাট্য পড়ার সঙ্গেই সঙ্গেই প্রেমে পড়ে গিয়েছিলাম। ভীষণ নতুন ও অভিনব একটা গল্প। একই সঙ্গে আপনাকে হাসাবে, আবার ভাবতে বাধ্য করবে। অভিনয় জীবনের এই প্রথম বার চিকিৎসকের পোশাক পরব, ভেবেই উত্তেজিত হয়ে পড়েছি।’

আরও পড়ুন: বৌভাতে উপস্থিত তিন্নি, সৌজন্যের উপর অধিকারবোধ দেখাবে গুনগুন?

আরও পড়ুন: ভুয়ো প্রেসক্রিপশন দিয়েছেন অর্জুন রামপাল, দাবি এনসিবি-র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement