টিম ‘ব্রহ্মাস্ত্র’
অনেক দিন ধরেই অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মুক্তি পিছোচ্ছে। রণবীর কপূর-আলিয়া ভট্ট অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বরে। কিন্তু ছবির ভিএফএক্সের কাজ বাকি থাকায় মুক্তির দিন পিছিয়ে স্থির করা হয় ২০২০-এর ৪ ডিসেম্বর। এর আগে একটি সাক্ষাৎকারে অয়ন জানিয়েছিলেন যে, প্রয়াগে ছবির লোগো লঞ্চ করার সময়েই ২০১৯-এর ক্রিসমাসে এই ছবি মুক্তির দিন স্থির করা হয়। কিন্তু তার কয়েক সপ্তাহ পরেই অয়ন বুঝতে পারেন যে, ছবির ভিএফএক্স টিমের আরও সময় দরকার। ভিএফএক্সের ব্যাপারে বেশ খুঁতখুঁতে অয়ন। তিনি চাইছিলেন যেন নিখুঁত ভিএফএক্স হয়, তবেই ছবি সফল হবে। তখনই ছবি মুক্তি পিছিয়ে ২০২০-তে নিয়ে যাওয়া হয়। এই সময়টা হাতে রাখতে চেয়েছিলেন অয়ন। কিন্তু বাদ সাধল করোনা।
ছবি মুক্তির দিন এখন আর পিছিয়ে নিয়ে যেতে চান না অয়ন। শোনা যাচ্ছে, ছবির ভিএফএক্সের কাজ শেষ করতে লন্ডনের একটি স্টুডিয়োয় ছবির অনেকটা অংশের ফুটেজ পাঠানো হয়েছে। লকডাউনে ঘরে বসেই স্টুডিয়ো কাজটা করে ফেলতে পারবে। কিন্তু এতটা ফুটেজ পাঠানোয় যাতে কোনও ভাবেই ছবির অংশ লিক না হয়ে যায়, তাই হাতে গোনা পাঁচ জন সদস্যের টিমকেই এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। ফুটেজের পজ়েশন শুধু ওই পাঁচ জনের কাছেই থাকবে। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কাপাডিয়া ও মৌনী রায়। শাহরুখ খানেরও স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স রয়েছে এই বহু প্রতীক্ষিত ছবিতে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)