ফাইল ছবি।
মারা গেলেন অভিনেতা অরবিন্দ ত্রিবেদী। রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকে রাবণের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। এই চরিত্রে অভিনয়ই তাঁকে জনপ্রিয় করে তুলেছিল দর্শকদের কাছে। মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে তাঁর।
জানা গিয়েছে, ৮২ বছরের এই অভিনেতা বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। হৃদ্রোগে আক্রান্ত এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার জেরেই তাঁর মৃত্যু হয়েছে। বুধবার তাঁর শেষকৃত্য করা হবে।
রামায়ণ ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন গুজরাতের এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও পা রেখেছিলেন তিনি। ১৯৯১ সালে সবরকণ্ঠ আসন থেকে লোকসভার সাংসদ হন। সে বার বিজেপি-র টিকিটে জিতেছিলেন তিনি।
রাবণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকপ্রকাশ করেছেন রামমণ ধারাবাহিকের রাম-লক্ষ্মণ-সীতা। অরবিন্দের সহকর্মী সুনীল লাহির (লক্ষ্মণ), অরুণ গোভিল (রাম) এবং দীপিকা চিকলিয়া (সীতা) নেটমাধ্যমে স্মরণ করেছেন অরবিন্দকে। রাবণের প্রয়াণে তাঁরা যে তাঁরা ব্যথিত সে কথা উঠে এসেছে তাঁদের পোস্টে।