মহাকাব্য রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাখি সবন্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল লুধিয়ানার একটি আদালত। বাল্মীকি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে রাখির বিরুদ্ধে পুলিশে নালিশ করা হয়। তার পরে গত ৯ মার্চ ইস্যু হয় গ্রেফতারি পরোয়ানা। ওই অভিযোগপত্রে লেখা রয়েছে, ‘‘এ সব মন্তব্য করে বিরাট সংখ্যক অনুরাগীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন রাখি।’’
আরও পড়ুন, কপিলের শো’তে আর ফিরছেন না, নিশ্চিত করলেন সুনীল!
জানা গিয়েছে, গত বছর একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে ঋষি বাল্মীকিকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন তিনি। লুধিয়ানার এক উচ্চপদস্থ পুলিশ কর্মী বললেন, ‘‘ইতিমধ্যেই দুই সদস্যের একটি দল গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।’’
সূত্রের খবর, গত ৯ মার্চের শুনানিতে আদালতে অনুপস্থিত ছিলেন রাখি। পরবর্তী শুনানি আগামী ১০ এপ্রিল।