Arjun Kapoor on Priyanka Chopra

‘প্রিয়ঙ্কা তখন ধরাছোঁয়ার বাইরে!’ সহ-অভিনেত্রীকে নিয়ে কেন বললেন অর্জুন?

প্রিয়ঙ্কা তখন বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী। সেই তুলনায় রণবীর ও অর্জুন নিতান্তই নবাগত বলা চলে। কোন পুরনো ঘটনা প্রকাশ্যে আনলেন অর্জুন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৬:১৮
Share:

অর্জুনের কেন মনে হয়েছিল, প্রিয়ঙ্কা ধরাছোঁয়ার বাইরে? ছবি: সংগৃহীত।

‘গুন্ডে’ ছবির এক দশক পার। ত্রিকোণ প্রেমের গল্পে প্রিয়ঙ্কা চোপড়ার বিপরীতে দুই অভিনেতা, রণবীর সিংহ ও অর্জুন কপূর। প্রিয়ঙ্কা তখন বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী। আন্তর্জাতিক ছবিতে আত্মপ্রকাশের কথাবার্তা চলছে। সেই তুলনায় রণবীর ও অর্জুন নিতান্তই নবাগত বলা চলে। প্রিয়ঙ্কার সঙ্গে একই ছবিতে অভিনয় তাঁদের কাছে যেন স্বপ্নপূরণ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই জানালেন অর্জুন।

Advertisement

অর্জুনের কথায়, “প্রিয়ঙ্কা সেই সময় বড় তারকা। এখনও তাই। কিন্তু সেই সময় প্রিয়ঙ্কা আমাদের ধরাছোঁয়ার বাইরে। ঠিক যে রকম ছবিতে ওঁর অভিনীত চরিত্র আমাদের ধরাছোঁয়ার বাইরে ছিল। আমাদের সঙ্গে প্রিয়ঙ্কা ছবি করেছেন, এটাই বড় কথা।” পাশাপাশি এই ছবির দৌলতে ইরফান খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন বলেও জানালেন অভিনেতা। এই ছবিতে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয় করেছিলেন ইরফান।

অর্জুনের মতে, ‘গুন্ডে’ যদি বর্তমান সময়ে মুক্তি পেত তা হলে সেই সময়ের তুলনায় আরও সফল হত ছবিটি। তাঁর কথায়, “আলি (পরিচালক আলি আব্বাস জ়াফর) খুব ভাল ভাবে ছবিটি ফুটিয়ে তুলেছিলেন। প্রযোজক আদিত্য চোপড়া দর্শকের সঙ্গে সংযোগ স্থাপনের কাজটি খুব দক্ষতার সঙ্গে করেছিলেন। ‘গুন্ডে’ যদি এই সময় মুক্তি পেত, তা হলে আরও বেশি গুরুত্ব পেত ছবিটি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement