Arjun Kapoor-Malaika Arora

প্রকাশ্যে ‘মালাইকা’ বলে ডাক! অনুরাগীর কাণ্ড দেখে কী করলেন অর্জুন?

গত বছর মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরে নিজেই এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি এই মুহূর্তে ‘সিঙ্গল’। তার পর মালাইকাও জানান, তিনি কোনও সম্পর্কে নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৪
Share:
Arjun Kapoor reacts when a fan shouts Malaika at a promotional event Bhumi Pednekar and Rakul Preet Singh smiles

মালাইকা আরোরার সঙ্গে অর্জুন কপূর। ছবি: সংগৃহীত।

যুগলের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তার পরেও যেন অতীত বার বার ফিরে আসে। প্রকাশ্যে অর্জুন কপূরের উদ্দেশে উড়ে এল ‘মালাইকা’ সম্বোধন। ঘটনার পরেই বেজায় চটেছেন অভিনেতা।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে তাঁর নতুন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’-র প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন। সেখানে তাঁর সঙ্গেই ছিলেন ছবির দুই অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রকুল প্রীত সিংহ। অভিনেতাদের দেখার জন্য মঞ্চের নীচেই জড়ো হয়েছিলেন একদল অনুরাগী। হঠাৎই অর্জুনের উদ্দেশে এক অনুরাগী মালাইকার নাম ধরে চিৎকার করেন। পরিস্থিতি সামাল দিতে ভূমি এবং রকুলের মুখে তখন হাসির ঝিলিক। কিন্তু অর্জুন কিন্তু ওই অনুরাগীকে কোনও পাল্টা উত্তর দেননি। বরং তিনি তাঁর দিকে রক্তচক্ষুতে তাকিয়ে ছিলেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই একাংশের দাবি, অর্জুন সঠিক পদক্ষেপ করেছেন। এক অনুরাগী লেখেন, ‘‘অর্জুনের দৃষ্টি দেখে মনে হয় ওই ব্যক্তি ভয় পেয়ে গিয়েছিলেন!’’

গত বছর মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরে নিজেই এক অনুষ্ঠানে বলেছিলেন, তিনি এই মুহূর্তে ‘সিঙ্গল’। কিন্তু এখনও কি তিনি একাকী? এই প্রসঙ্গে অর্জুন বলেন, “সঠিক সময় এলে, আমি নির্দ্বিধায় বলব। অন্য দিকে বিচ্ছেদের পরেই মালাইকাও একটি সাক্ষাৎকারে নিজেকে ‘সিঙ্গল’ বলে দাবি করেন। কিন্তু বিচ্ছেদের পরেও মালাইকার কঠিন সময়ে অভিনেত্রীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অর্জুনকে। গত বছর সেপ্টেম্বরে মালাইকার বাবা আত্মহত্যা করেন। তখন মালাইকার বাড়িতে উপস্থিত হয়েছিলেন অর্জুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement