coconut milk for hair

নারকেলের দুধ দিয়ে চুলের যত্ন নিন, চারটি মাস্কে আরও মজবুত এবং ঝলমলে হবে চুল

নারকেলের দুধ চুলের জন্য অত্যন্ত উপকারী। তা চুলকে পুষ্টি জোগানোর পাশাপাশি চুলকে মজবুতও করে। নারকেলের দুধ দিয়ে চার রকম চুলের মাস্ক বানিয়ে নিতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ২০:৩০
Share:

ছবি : সংগৃহীত।

গরমে যা-ই করুন না কেন চুলে ঘাম বসবে এবং তা থেকে ছত্রাকের সংক্রমণ হয়ে চুলও পড়বেই। ঝলমলে চুল তো দূর অস্ত, চুলের প্রাথমিক স্বাস্থ্য বজায় রাখতেই হিমশিম খেতে হয় গরমে। তবু ওর মধ্যেই চুলের স্বাস্থ্যের খেয়াল রাখতে হয়।

Advertisement

রূপচর্চা শিল্পীরা বলছেন, নারকেলের দুধ চুলের জন্য অত্যন্ত উপকারী। তা চুলকে পুষ্টি জোগানোর পাশাপাশি চুলকে মজবুতও করে। নারকেলের দুধ দিয়ে চার রকম চুলের মাস্ক বানিয়ে নিতে পারেন।

১। চার টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে একটি ডিম ভাল ভাবে ফেটিয়ে মিশিয়ে নিন। তার পরে মাথার ত্বকে এবং চুলে তা লাগিয়ে নিন। মিনিট ২০ রেখে, শ্যাম্পু করে নিন।

Advertisement

২। চুলের জন্য অত্যন্ত উপকারী টি ট্রি অয়েল। নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ ওই তেল মিশিয়ে মাথায় লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। দেখবেন চুল হবে নরম এবং ঝলমলে।

৩। নারকেলের দুধের সঙ্গে সম পরিমাণ মধু মিশিয়ে মাথায় মাখুন। ১৫ মিনিট রেখে তার পরে ধুয়ে ফেলুন।

৪। ২ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে এক টেবিল চামচ মেথির গুঁড়ো মিশিয়ে মাথায় মেখে রাখুন ২০ মিনিট। তার পরে ধুয়ে ফেলুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement