Arjun Kapoor

অন্য মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন অর্জুন? প্রশ্ন তুললেন মালাইকা

অর্জুনও ছেড়ে দেওয়ার পাত্র নন! আরও এক ধাপ এগিয়ে মালাইকার কমেন্টের নীচে লিখলেন, ‘টেক আ ওয়াইল্ড গেস ইউ ফুল’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ২১:২৩
Share:

অর্জুন-মালাইকা।

করোনা-সঙ্কট কাটিয়ে উঠেই কাজে নেমে পড়েছেন অর্জুন। আপাতত ধর্মশালায় ‘ভূত পুলিশ’-এর শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা। কাজের ফাঁকে সেখানকার মনোরম পাহাড়ি পরিবেশে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অর্জুন। পরনে ধূসর রঙের সোয়েটার, চোখে সানগ্লাস, অর্জুন আসলে ‘হ্যান্ডসাম হাঙ্ক’!

Advertisement

এত দূর অবধি সবটাই ঠিক ছিল। তাল কাটল এর পর। ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, ‘হোয়েন শি লুকস অ্যাট ইউ’। অনুবাদ করলে দাঁড়ায়, ‘যখন সে তোমার দিকে তাকায়’। ছবি তো বটেই, এমনকি তার ক্যাপশনও নজর এড়িয়ে যেতে পারেনি প্রেমিকা মালাইকা অরোরার। অর্জুনের এই ‘সে’ আসলে কে তা জানতে চেয়ে সোজা প্রেমিকের ছবিতেই কমেন্ট করে বসেন তিনি। লেখেন ‘হু?’

তা হলে কি মালাইকা ভাবছেন, পাহাড়ের দেশে গিয়ে নতুন প্রেমে মন মজেছে অর্জুনের? নাকি নিছকই প্রেমিকের সঙ্গে খুনসুটিতে তাল মেলাচ্ছেন মালাইকা?

Advertisement

ইনস্টাগ্রামে অর্জুন-মালাইকার খুনসুটি

অর্জুনও ছেড়ে দেওয়ার পাত্র নন! আরও এক ধাপ এগিয়ে মালাইকার কমেন্টের নীচে লিখলেন, ‘টেক আ ওয়াইল্ড ওয়াইল্ড গেস ইউ ফুল’। মালাইকাকে কিছুটা রাগিয়ে দিতেই যেন তাঁর প্রশ্নের জবাবদিহি না করে বরং তা আন্দাজ করে নিতে বললেন অর্জুন।

আরও পড়ুন: অঙ্কিতা লোখান্ডের হাসি মুখ দেখে রাগ সুশান্তপ্রেমীদের

‘ভূত পুলিশ’ ছবিতে অর্জুনের সঙ্গে কাজ করছেন সেফ আলি খান, যামি গৌতম এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।

কিছু দিন আগে মালাইকা উড়ে গিয়েছিলেন ধর্মশালায়। সেখানে অর্জুনের সঙ্গে সময় কাটানোর পর ফের মুম্বই ফিরে আসেন তিনি।

আরও পড়ুন: ভিকি কৌশলের সঙ্গে প্রেমের গুঞ্জন, সলমন এবং রণবীরের সঙ্গে গভীর সম্পর্ক নিয়ে কী বলেন ক্যাটরিনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement