Imran Khan

আট বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদের পথেই কি ইমরান-অবন্তিকা?

চলতি বছরের মে মাসে অবন্তিকা হঠাৎই তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরিয়ে দেওয়ায় নেটিজেনদের মধ্যে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা প্রশ্নের উদয় হয়। এ বিষয়ে অবন্তিকার মা বন্দনা মালিক কে প্রশ্ন করা হলে তিনি অবশ্য গোটা বিষয়টা গুজব বলে উড়িয়ে দেন। তবে বিচ্ছেদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও রকম মন্তব্য করতে শোনা যায়নি অবন্তিকা বা ইমরানকে।  

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৫
Share:

ফিরে দেখা, মেয়ে ইমারার সঙ্গে ইমরান এবং অবন্তিকা। ফাইল চিত্র।

শেষ হতে চলেছে অবন্তিকা-ইমরানের দীর্ঘ আট বছরের বিবাহিত জীবন? বিচ্ছেদের পথেই কি তবে হাঁটছেন তাঁরা? কানাঘুষোটা বলি পাড়ায় চলছিল অনেক দিন ধরেই। অবন্তিকা মালিক-এর ইনস্টা স্টোরি তা আরও একবার ঘনীভূত করে দিল।

Advertisement

শনিবার ইনস্টা অ্যাকাউন্ট থেকে মার্কিনী সঙ্গীত শিল্পী মর্গান হারপারের একটি উদ্ধৃতি শেয়ার করেছেন আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিক। তাতে লেখা রয়েছে, ‘কিছু কিছু সময় ছেড়ে চলে যেতে হয়’। কী ছাড়ার ইঙ্গিত দিলেন অবন্তিকা? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে!

ওই ইনস্টা স্টোরি-তে আরও লেখা রয়েছে, ‘চলে যাওয়ার সিদ্ধান্ত কখনই সহজ নয়। কিন্তু তা সত্ত্বেও চলে যেতে হয়। নিজেকে বিশ্বাস করাতে হয় তোমার সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে।’

Advertisement

আরও পড়ুন-টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-এ শ্রেষ্ঠ সিরিয়াল ‘ফাগুন বউ’, জনপ্রিয়তম সিরিয়াল ‘কৃষ্ণকলি’

আরও পড়ুন- কেনিয়ায় একান্তে ছুটি কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি রণবীর-আলিয়া

অবন্তিকার ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট

চলতি বছরের মে মাসে অবন্তিকা হঠাৎই তাঁর ইনস্টা অ্যাকাউন্ট থেকে ‘খান’ পদবি সরিয়ে দেওয়ায় নেটিজেনদের মধ্যে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নানা প্রশ্নের উদয় হয়। এ বিষয়ে অবন্তিকার মা বন্দনা মালিক কে প্রশ্ন করা হলে তিনি অবশ্য গোটা বিষয়টা গুজব বলে উড়িয়ে দেন। তবে বিচ্ছেদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও রকম মন্তব্য করতে শোনা যায়নি অবন্তিকা বা ইমরানকে।

দীর্ঘ দিন প্রেমের পর ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন ইমরান-অবন্তিকা। ২০১৪ সালে জন্ম হয় তাঁদের কন্যা ইমারার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement