Bonny Sengupta

Archier Gallery: প্রকাশ্যে ‘আর্চির গ্যালারি’র লুক, প্রেমে-ফ্রেমে দুইয়েই আছেন বনি-আয়ুশী?  

নতুন ছবিতে বনি-আয়ুশীর বার্তা- ফুল ফুটুক না ফুটুক, মনে প্রেম মানেই চারপাশে চির বসন্ত! নায়ক-নায়িকার নাম ঘোষণা হতেই তাঁদের ‘লুক’ নিয়ে কৌতূহল ছিল সিনেপ্রেমীদের মনে। ছবির মতোই বনি-আয়ুশীর পর্দার লুকও প্রথম প্রকাশ্যে আনল আনন্দবাজার অনলাইন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২২ ২৩:২৭
Share:

বনি সেনগুপ্ত এবং আয়ুশী মজুমদার।

রাজা চন্দের ‘আম্রপালি’, সায়ন্তন ঘোষালের ‘হীরকগড়ের হীরে’র পরে প্রমিতা ভট্টাচার্যের ‘আর্চির গ্যালারি’তে ফের বনি সেনগুপ্ত-আয়ুশী মজুমদার। নতুন ছবিতে তাঁদের বার্তা- ফুল ফুটুক না ফুটুক, মনে প্রেম মানেই চারপাশে চির বসন্ত! নায়ক-নায়িকার নাম ঘোষণা হতেই নতুন ছবিতে তাঁদের ‘লুক’ কেমন হবে, এই নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল সিনেপ্রেমীদের মনে। ছবির মতোই বনি-আয়ুশীর পর্দার লুকও প্রথম প্রকাশ্যে আনল আনন্দবাজার অনলাইন। ছবি বলছে, এই প্রজন্মের প্রতিনিধিত্ব করবেন নায়ক-নায়িকা। সেই অনুযায়ী কখনও বনিকে দেখা যাবে পাঞ্জাবিতে। কখনও ট্রাউজার্স, শার্টে। একই ভাবে আয়ুশীও ঝলমলে আনারকলি সালোয়ার, মাঝারি ঝুলের ড্রেসে।আর্চিজ গ্যালারি মানেই গ্রিটিংস কার্ড, হৃদয় আকারের বেলুন, উপহার দেওয়া-নেওয়ায় নস্টালজিক নব্বই! হঠাৎ একুশ শতকে তার ডাক পড়ল কেন? ‘দু’জনে’ আর ‘পায়েস’ খ্যাত পরিচালক বলেছিলেন, ‘‘নয়ের দশকের প্রেম শহর কলকাতায় আর চোখে পড়ে না।

Advertisement

‘আর্চির গ্যালারি’ ছবির দৃশ্য। নিজস্ব চিত্র।

সে ভাবে প্রেমের উদযাপনও যেন নেই! গ্রিটিংস কার্ডের গ্যালারিগুলো ইদানীং সুনসান। দেখে ভাল লাগে না। তাই পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করছি ফেলে আসা সময়কে। নতুন ছবি ‘আর্চির গ্যালারি’ দিয়ে।’’ ছবিটি মুক্তি পাবে ‘এসসি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে।

ছবিতে বনি-আয়ুশী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রজতাভ দত্ত, রূপসা চক্রবর্তী। সারা কলকাতা প্রমিতার ক্যামেরায় বন্দি হতে চলেছে। প্রেমের ছবি মানেই এক মুঠো গান। দায়িত্বে কে? প্রমিতা জানিয়েছেন, অনীক ধরের সুরে তিনটি গান থাকবে ছবিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement