Taslima Nasreen AR Rahman Khatija Rahman

বোরখা ইস্যুতে ফের রহমান-কন্যার তোপের মুখে তসলিমা

প্রথমে চুপ থাকলেও দু’দিন আগে সোশ্যাল মিডিয়ায় তসলিমার উদ্দেশে একটি বড়সড় পোস্ট করেন খাতিজা। তিনি লেখেন, “মাত্র এক বছর যেতে না যেতেই আবারও সেই টপিক। এই দেশে এত কিছু হচ্ছে, কিন্তু একজন মহিলা স্বেচ্ছায় কী পরবেন, কী পরবেন না, তা নিয়ে সবার মাথাব্যথা। প্রিয় তসলিমা নাসরিন, আমি দুঃখিত, আমার পোশাকের জন্য আপনার দমবন্ধ হয়ে আসে বলে। কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪৮
Share:

বাঁ দিকে থেকে: তসলিমা, এআর রহমান এবং খাতিজা।

সঙ্গীত পরিচালক এআর রহমানের কন্যা খাতিজা রহমানের বোরখা পরা নিয়ে কট্টাক্ষ করেছিলেন তসলিমা নাসরিন। তসলিমাকে পাল্টা জবাবও দিয়েছিলেন খাতিজা। সোমবার বাবা এ আর রহমানের সঙ্গে আবারও তাঁর বোরখা পরা ছবি শেয়ার করে তসলিমাকে ফের বিঁধলেন তিনি।

Advertisement

ঘটনার সূত্রপাত গত ১১ ফেব্রুয়ারি। টুইটারে খাতিজার বোরখা পরিহিত ছবি পোস্ট করেন তসলিমা। ক্যাপশনে লেখেন, “আমি এ আর রহমানের গান খুবই ভালবাসি। কিন্তু যখনই তাঁর মেয়েকে আমি দেখি, দমবন্ধ হয়ে যায় আমার। একটি সাংস্কৃতিকমনস্ক পরিবারের শিক্ষিত মেয়েরও এত সহজে মগজধোলাই করা যেতে পারে!”

প্রথমে চুপ থাকলেও দু’দিন আগে সোশ্যাল মিডিয়ায় তসলিমার উদ্দেশে একটি বড়সড় পোস্ট করেন খাতিজা। তিনি লেখেন, “মাত্র এক বছর যেতে না যেতেই আবারও সেই টপিক। এই দেশে এত কিছু হচ্ছে, কিন্তু একজন মহিলা স্বেচ্ছায় কী পরবেন, কী পরবেন না, তা নিয়ে সবার মাথাব্যথা। প্রিয় তসলিমা নাসরিন, আমি দুঃখিত, আমার পোশাকের জন্য আপনার দমবন্ধ হয়ে আসে বলে। কিন্তু আমার ক্ষেত্রে তা হয় না। আমি যা করছি, সে জন্য আমি গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী আপনি দয়া করে গুগ্‌ল করে দেখে নিন। অন্য মহিলাকে নীচ দেখিয়ে কখনও নারীবাদ প্রকৃতভাবে অনুসরণ করা যায় না। আর আমি নিজে কোনওদিন আপনাকে ব্যক্তিগত ভাবে ছবি পাঠিয়ে দেখতে বলিনি।’’

Advertisement

দেখুন খাতিজার পোস্ট

Been only a year and this topic is in the rounds again..there’s so much happening in the country and all people are concerned about is the piece of attire a woman wants to wear. Wow, I’m quite startled. Every time this topic comes the fire in me rages and makes me want to say a lot of things..Over the last one year, I’ve found a different version of myself which I haven’t seen in so many years. I will not be weak or regret the choices I’ve made in life. I am happy and proud of what I do and thanks to those who have accepted me the way I am. My work will speak, God willing.. I don’t wish to say any further. To those of you who feel why I’m even bringing this up and explaining myself, sadly it so happens and one has to speak for oneself, that’s why I’m doing it. 🙂. Dear Taslima Nasreen, I’m sorry you feel suffocated by my attire. Please get some fresh air, cause I don’t feel suffocated rather I’m proud and empowered for what I stand for. I suggest you google up what true feminism means because it isn’t bashing other women down nor bringing their fathers into the issue 🙂 I also don’t recall sending my photos to you for your perusal 🙂

A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman) on

আরও পড়ুন-‘কিচ্ছু করার ছিল না’, বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন আদিত্য-নেহা

নেটাগরিকদের বেশিরভাগই সমর্থনইখাতিজার পক্ষে যায়। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, “কে কী পরবে, খাবে, তা তার নিজের ব্যাপার। কেউ যদি বিকিনি পরতে চায়, পরুক। আবার কারও যদি বোরখা পরতে ইচ্ছা হয়, সেই স্বাধীনতাও তাঁকে দেওয়া উচিত”।

খাতিজা-তসলিমারএই বোরখাইস্যু কিন্তু এখানেই শেষ নয়। সোমবার ইনস্টাগ্রাম থেকে খাতিজা তাঁর বাবার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, “পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সময় কাটাচ্ছি। ‘দমবন্ধ’ পরিবেশের থেকে অনেক দূরে”।

সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা খাতিজার ছবি

Peaceful time with family away from “suffocation” 😎😎😎😎tbt #baku #azerbaijan #livingmylife #beingawayfromhome #beingawayfromnegativepeople #bosslife #bosslady #burqawalisareempowered #respectingmysisterschoices #nobodymesseswithme #singapengal

A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman) on

আরও পড়ুন-মিথিলার প্রাক্তন স্বামীকে টেনে এনে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ সৃজিতকে

নেটাগরিকদের একাংশের মতে, ‘সাফোকেশন’ অর্থাৎ দমবন্ধ শব্দটিকে ‘কোটেশন’-এর মধ্যে রেখে তিনি যে পরোক্ষে তসলিমার সেই কমেন্টকেই ব্যঙ্গ করেছেন।যদিও তসলিমা নীরব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement