AR Rahman-Saira Banu

গুরুতর অসুস্থ, হল অস্ত্রোপচার, বিচ্ছেদের পর স্বামী রহমানের উদ্দেশে কোন বার্তা দিলেন সায়রা?

এ বার গুরুতর অসুস্থ সায়রা পাশে পেলেন সেই রহমানকেই। কৃতজ্ঞতা জানিয়ে কী লিখলেন স্ত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৩
Share:

ছবি: সংগৃহীত।

বিচ্ছেদ মানেই যে কাদা ছোড়াছুড়ি, মুখ দেখাদেখি বন্ধ, তা নয়। সেটাই যেন প্রমাণ করলেন এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। গত বছর শেষ দিকে রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন সায়রা। তার পর থেকে রহমানকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায়, শোনা যায় তাঁর ট্রুপের বেসিস্টের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন সুরকার। সেই সময় স্বামীর হয়ে ময়দানে নামেন সায়রা। সমাজমাধ্যমে তিনি লেখেন, "সমস্ত ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি, রহমানের নামে কোনও খারাপ কথা বলবেন না। ওঁর কোনও দোষ নেই। ওঁর মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।’’ এ বার গুরুতর অসুস্থ সায়রা পাশে পেলেন সেই রহমানকেই। কৃতজ্ঞতা জানিয়ে কী লিখলেন স্ত্রী?

Advertisement

সায়রা ও রহমানের আইনি বিচ্ছেদে সাহায্য করছেন আইনজীবী বন্দনা শাহ। এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন সায়রা। কিন্তু সুরকার-পত্নীর তরফ থেকে বিবৃতি দিয়ে বন্দনা লেখেন, ‘‘কিছু দিন আগেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সায়রা রহমানকে। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর। এমন এক কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তাঁর একমাত্র লক্ষ্য।" রহমানের প্রাক্তন স্ত্রীর সঙ্গে অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তাঁর স্ত্রী শাহিদারও সুসম্পর্ক রয়েছে। ওই বিবৃতিতে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখেন, “লস অ্যাঞ্জেলেসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এআর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement